TRENDING:

১১ বছরের বালিকার শরীর ভাসল রক্তে, মত্ত অবস্থায় ধর্ষণ যুবকের, চরম শাস্তি পেল ধর্ষক

Last Updated:
advertisement
1/4
মদ খেয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ১১ বছরের বালিকাকে ধর্ষণ
পুরুষের লালসার শিকার হওয়ার ঘটনা কখনই কম হয় না ৷ একের পর এক হৃদয়কে নিংড়ে নেওয়া ঘটনা আবার ঘটল জলন্ধরে ৷ Photo -Representive
advertisement
2/4
নেপাল থেকে আসা মা-বাবার সঙ্গে থাকত ১১ বছরের মেয়েটি ৷ তার মা -বাবা সে সময় কাজেক জন্য বাইরে গিয়েছিলেন ৷ ফাঁকা বাড়িতে মেয়েটিকে পেয়ে মদ খাওয়া অবস্থায় বাড়িতে ঢুকে বালিকাটিকে ধর্ষণ করেন এক ব্যক্তি ৷ Photo -Representive
advertisement
3/4
বাচ্চার কান্না শুনতে পেয়ে আশপাশের বাড়ির লোকজন ছুটে আসে ৷ দেখতে পায় মেয়েটির শরীর থেকে রক্ত বেরিয়ে ধরে পড়ছে ৷ Photo -Representive
advertisement
4/4
এরপর বাচ্চাটিকে উদ্ধার করে অভিযুক্তকে বেদম মারতে শুরু করে সেখানে জড়ো হওয়া সব লোকজন ৷ পুলিশ এসে তাঁকে উদ্ধার করে ৷ হাসপাতে নিয়ে যাওয়ার পরে তাঁকে মৃত ঘোষণা করা হয় ৷ Photo -Representive
বাংলা খবর/ছবি/ক্রাইম/
১১ বছরের বালিকার শরীর ভাসল রক্তে, মত্ত অবস্থায় ধর্ষণ যুবকের, চরম শাস্তি পেল ধর্ষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল