Maldah Crime: টাকা নিয়ে প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর ভয়ানক অশান্তি, রক্তারক্তি, তারপর...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Maldah Crime: টাকা নিয়ে প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর ভয়ানক অশান্তি, রক্তারক্তি, তারপর যা যা হল....
advertisement
1/4

পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে একই পরিবারের তিনজনকে ধারালো অস্ত্রের কোপ। Photo- Representative
advertisement
2/4
গুরুতর জখম বাবা ও দুই ছেলে ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। Photo- Representative
advertisement
3/4
প্রতিবেশী যুবকদের বিরুদ্ধে হামলার অভিযোগ। কালিয়াচক থানার বাবুহাট এলাকার ঘটনা। যখন সুশান্ত ঘোষ। বাবা রতন ঘোষ ও ভাই কৃষ্ণ ঘোষ। জানা গিয়েছে, প্রতিবেশী এক যুবকের কাছ থেকে কয়েক হাজার টাকা ধার নেয় সুশান্ত। সময়মতো টাকা ফেরত না দেওয়ায ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিবেশী যুবকদের দল। তাকে বাঁচাতে গিয়ে জখম হয় বাবা ও ভাই। Photo- Representative
advertisement
4/4
ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্তরা। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। Photo- Representative