advertisement
1/5

♦ পাশেরবাড়িতেই থাকে সে ৷ বছর মাত্র ১৩ বছর ৷ সেই ছেলেই যে এমন কাণ্ড ঘটাতে পারে, তা কল্পনাও করতে পারেননি কেউই ৷
advertisement
2/5
♦ লজেন্সের লোভ দেখিয়ে চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করল ১৩ বছরের এক বালক। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দেওরি থানা এলাকায়
advertisement
3/5
♦ জানা গিয়েছে, ওই বালক এবং শিশুকন্যার পাশাপাশি বাড়িতে থাকত। ঘটনার দিন শিশুটির মা বাড়িতে না থাকার সুযোগ নেয় ছেলেটি।
advertisement
4/5
♦ লজেন্সের লোভ দেখিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে, আর সেখানেই ধর্ষণ করে বলে অভিযোগ। শিশুটির মা বাড়িতে এসে মেয়েকে না দেখতে পেয়ে খোঁজ শুরু করেন। পরে দেখেন তাঁর মেয়ে পাশের বাড়িতে রয়েছে। এরপরই গোটা বিষয়টি সামনে আসে।
advertisement
5/5
♦ ওই মহিলা দেখেন, তাঁর মেয়ের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এরপরই পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। এরপর পকসো আইনে ওই বালকটিকে আটক করে দেওরি থানার পুলিস। পকসো আইনের একাধিক ধারায় মামলাও রুজু করা হয়েছে। পাশাপাশি শিশুটির শারীরিক পরীক্ষাও করা হয়েছে।