অর্ধনগ্ন শরীর, মুখে গোঁজা প্যাঁচকল, ১২ বছরের ধর্ষিতার শরীর ভেসে গেল রক্তে, তারপর...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

▪বাড়িতে একাই ছিল ১২ বছরের মেয়েটি৷ সেই সুযোগ নিয়েই তার শরীরের ওপর অত্যাচার চলল৷ তার বাবা ও মা অন্য সন্তানদের নিয়ে গিয়েছিলেন মাঠে চাষের কাজে৷ ফিরে এসে দেখেন এই বীভৎস দৃশ্য৷
advertisement
2/5
▪তার ফিরে দেখেন যে মেয়ের শরীরের পোশাক এলোমেলো৷ মুখের মধ্যে গোঁজা রয়েছে একটি ভারী যন্ত্র৷ শরীর জুড়ে অসংখ্য কাটা দাগও রয়েছে৷ বিশেষ করে গোপনাঙ্গে ছিল ক্ষতচিহ্ন৷
advertisement
3/5
▪এই দেখেই তার আন্দাজ করেন য়ে মেয়েকে কেউ ধর্ষণ করেছে৷ মেয়ের শরীরও ভেসে গিয়েছে রক্তে৷ কোনও সাড়াশব্দও দিচ্ছিল না ছোট মেয়েটি৷ তারপর বোঝা যায় যে শুধু শরীরিক অত্যাচারই নয়, নির্যাতিতাকে খুন করা হয়েছে৷
advertisement
4/5
▪অনুমান করা হচ্ছে যে নিজের পরিচিতি লুকোতেই এভাবে খুন করা হয়েছে ১২ বছরের কিশোরীকে৷
advertisement
5/5
▪ইতিমধ্যেই মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে৷ কিছু বিশেষ তথ্য মিলেছে যার ভিত্তিতে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ ও ধরপাকড়৷ POCSO আইনে অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনা উত্তরপ্রদেশের হামিরপুরের৷