Gas Cylinder: সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে গ্যাস সিলিন্ডার! তবে এবার থেকে বিশেষ নজর রাখুন এদিকে
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Gas Cylinder: গ্যাস সিলিন্ডার বদলানোর সময় বিশেষ সচেতনতা অবলম্বনের পরামর্শই দিচ্ছেন সমস্যায় পড়া উপভোগতারা।
advertisement
1/6

সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে সিলিন্ডারের গ্যাস! ভাবছেন এবার হয়তো অতিরিক্ত রান্নার কারণে সময়ের আগেই ফুরিয়ে গিয়েছে গ্যাস! এবার এই ঘটনার কথা শুনলে রীতিমতো অবাক হবেন, পাশাপাশি সচেতন না হলে আপনাকেও পড়তে হতে পারে এমনই সমস্যায়।
advertisement
2/6
নতুন ভরা গ্যাস সিলিন্ডার থেকে বেরোচ্ছে জল, অভিযোগ জানাতেই পরিস্থিতি সামাল দিতে নতুন সিলিন্ডার দিয়ে উপভোক্তা কে মানানোর চেষ্টা ডিস্ট্রিবিউটারের।
advertisement
3/6
জানা গিয়েছে, নিউ বারাকপুর সত্যেন পল্লী এলাকার বাসিন্দা শ্যামল চৌধুরী গত দিনকুড়ি আগে নতুন একটি গ্যাসের সিলিন্ডার লাগিয়ে তা ব্যবহার শুরু করেন। হঠাৎ গ্যাস শেষ হয়ে যেতে সন্দেহ হয় শ্যামল বাবুর। স্থানীয় গ্যাস ডিস্ট্রিবিউটর কে বিষয়টি জানালে তাঁদের লোক এসে খতিয়ে দেখে জানান সিলিন্ডারের ভেতরে জল রয়েছে। এরপরই বিষয়টি জেনে রীতিমত ক্ষোভ প্রকাশ করেন উপভোক্তা শ্যামল চৌধুরী।
advertisement
4/6
বিষয়টি নিয়ে স্থানীয় ডিস্ট্রিবিউটরের কাছে লিখিত অভিযোগে জানান তিনি।এরপরই ড্যামেজ কন্ট্রোলে ডিস্ট্রিবিউটার এর নির্দেশে ওই সিলিন্ডার ওজন করে বাকি গ্যাসের দাম তাকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
advertisement
5/6
স্থানীয় ডিস্ট্রিবিউটর ম্যানেজার জানিয়েছেন, গোটা বিষয়টি ইতিমধ্যেই তারা জেনেছেন। তাদের এখান থেকে যেহেতু সিলিন্ডার রিফিল হয় না, সেক্ষেত্রে সিলিন্ডারের ভেতরে জলের বিষয়টি খতিয়ে দেখে ইন্ডেন এর উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হবে বলে জানা গিয়েছে।
advertisement
6/6
তবে প্রশ্ন উঠছে এভাবে গ্যাস সিলিন্ডারের মধ্যে জল থাকার বিষয়টি নজরে আসায় ড্যামেজ কন্ট্রোল করা হলেও, বহু সময় গ্যাস শেষ হয়ে গিয়েছে ভেবে উপভোক্তারা গ্যাস সিলিন্ডার বদলে নেন। সে ক্ষেত্রে উপভোক্তার এই ক্ষতি বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে কিভাবে মেটানো সম্ভব! তাই গ্যাস সিলিন্ডার বদলানোর সময় বিশেষ সচেতনতা অবলম্বনের পরামর্শই দিচ্ছেন সমস্যায় পড়া উপভোগতারা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gas Cylinder: সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে গ্যাস সিলিন্ডার! তবে এবার থেকে বিশেষ নজর রাখুন এদিকে