TRENDING:

নিষ্ক্রিয় হয়ে যাওয়ার আগে বাঁচান নিজের প্যান কার্ডটিকে, দেখে নিন কী করতে হবে!

Last Updated:
সরকার তো এই নিয়ে অনেক দফায় প্যান কার্ড আর আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়াল। শেষ এসে যা ঠেকেছে ৩০ জুন, ২০২৩ তারিখে।
advertisement
1/8
নিষ্ক্রিয় হয়ে যাওয়ার আগে বাঁচান নিজের প্যান কার্ডটিকে, দেখে নিন কী করতে হবে!
প্রশ্ন তুলতেই পারেন যে কেউ- খামোখা প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে কেন!আসলে সরকার তো এই নিয়ে অনেক দফায় প্যান কার্ড আর আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়াল।
advertisement
2/8
শেষ এসে যা ঠেকেছে ৩০ জুন, ২০২৩ তারিখে। এর পরে আধারের সঙ্গে লিঙ্ক না করালে যে প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে, সে বিষয়ে সতর্কতাও জারি করেছে আয়কর দফতর।
advertisement
3/8
তা, প্যান আর আধার যদি আগে থেকেই লিঙ্ক করা থাকে? যাচাই করে নেওয়া যায়- আধার-প্যান লিঙ্ক আছে কি না, তা অনলাইনে যাচাই করার উপায়:
advertisement
4/8
ট্যাক্স ই-ফাইলিংয়ের ওয়েবসাইটে incometax.gov.in/iec/foportal/ যেতে হবে। পেজের বাঁদিকে ‘ক্যুইক লিঙ্ক’ সেকশনে যেতে হবে। ওই সেকশনের ‘লিঙ্ক আধার স্টেটাস’-এ ক্লিক করতে হবে। এখানে নিজের ১০ ডিজিটের প্যান নম্বর এবং ১২-ডিজিট আধার নম্বর দিতে হবে।
advertisement
5/8
প্রয়োজনীয় তথ্য প্রদানের পর ‘ভিউ লিঙ্ক আধার স্টেটাস’ বিকল্পে ক্লিক করতে হবে। যাঁদের আধার আর প্যান কার্ড ইতিমধ্যেই লিঙ্ক করানো রয়েছে, তাঁদের আধার নম্বর স্ক্রিনে ভেসে উঠবে।
advertisement
6/8
আধার-প্যান লিঙ্ক আছে কি না, তা এসএমএস-এর মাধ্যমে যাচাই করার উপায়: 567678 অথবা 56161- এই দুই নম্বরে এসএমএস পাঠানো যেতে পারে এই ফরম্যাটে: UIDPAN <12 digit Aadhaar number> <10 digit PAN number> আধার আর প্যান লিঙ্ক করা থাকলে কমফার্মেশন মেসেজ এসে যাবে ফোনে।
advertisement
7/8
আর যদি না করা থাকে লিঙ্ক? incometaxindiaefiling.gov.in/ -এ যেতে হবে। ‘ক্যুইক লিঙ্ক’ সেকশনের ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করতে হবে। প্যান এবং আধার নম্বর প্রদান করতে হবে।
advertisement
8/8
আধার তথ্যের পাশাপাশি প্যানের তথ্য ভেরিফাই করতে হবে। ম্যাচ করলেই আধার নম্বর দিয়ে ‘লিঙ্ক নাও’ অপশনে ক্লিক করতে হবে। আধার-প্যানের সফল লিঙ্কিং কনফার্মেশনের পপ-আপ মেসেজ আসবে। এছাড়াও UTIITSL অথবা e-gov NSDL ওয়েবসাইটে গিয়েও প্যান-আধার লিঙ্ক করানো যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
নিষ্ক্রিয় হয়ে যাওয়ার আগে বাঁচান নিজের প্যান কার্ডটিকে, দেখে নিন কী করতে হবে!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল