advertisement
1/5

দেশজুড়ে স্টেট ব্যাঙ্কের প্রায় কয়েক কোটি গ্রাহক রয়েছে ৷ কিন্তু ন্যূনতম ব্যালেন্স না রাখার কারণে তাদের থেকে বিপুল অঙ্কের জরিমানা কেটে নিচ্ছে ব্যাঙ্ক ৷ এসবিআই-এর দেওয়া তথ‘ অনুযায়ী, মিনিমাম ব্যালেন্সের চার্জ হিসেবে ব্যাঙ্ক মোট ১৭৭১ কোটি টাকা গ্রাহকদের থেকে জরিমানা হিসেবে নিয়েছে ৷ কিন্তু অনেকেই জানেন না যে ব্যাঙ্ক আটটি অ্যাকাউন্ট খুলেছে যার ক্ষেত্রে এই নিয়ম লাগু করা হয় না ৷
advertisement
2/5
এসবিআই-এর তরফে জানানো হয়েছে, এই ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি যদি জিরো ব্যালেন্সও রাখেন তাহলেও মিনিমাম ব্যালেন্স চার্জ কাটা হবে না ৷ এর মধ্যে স্বল্প সঞ্চয়, বেসিক সেভিংস অ্যাকাউন্ট সহ আরও কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে ৷
advertisement
3/5
যে অ্যাকাউন্টে মিনিমান ব্যালেন্স চার্জ লাগু করা হয় না সেগুলি হল ফাইনান্সিয়াল ইনক্লুজন অ্যাকাউন্ট, নো ফ্রিল অ্যাকাউন্ট, স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট, বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট, স্মল সেভিংস অ্যাকাউন্ট, পহলা কদম বা পহলি উড়ান, পার্সোনাল অ্যাকাউন্ট, মাইনর অ্যাকাউন্ট ৷
advertisement
4/5
আপনি যদি চান তাহলে আপনার বর্তমান অ্যাকাউন্ট এই ৮টি অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন ৷ যদি আপনি কনভার্ট করে নেন তাহলে আপনাকেও মিনিমাম ব্যালেন্স চার্জ দিতে হবে না ৷
advertisement
5/5
নিয়ম অনুযায়ী, সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ৷ মিনিমাম ব্যালেন্স না রাখলে তার জন্য জরিমানা দিতে হয় গ্রাহকদের ৷ অথার্ৎ আপনাকে সব সময় মিনিমাম ব্যালেন্স রাখতেই হবে ৷ যদি তা না পারেন তাহলে এই ৮টি অ্যাকাউন্টে কনভার্ট করে নিন ৷