ক্রেডিট কার্ডে টাকা লোপাট? কুছ পরোয়া নেহি! মাত্র ৩ টাকা খরচ করলে ₹৫০০০০ পাচ্ছেনই...
Last Updated:
advertisement
1/6

সাইবার যুগে প্রযুক্তিবিদ চোরের অভাব নেই৷ যখন তখন খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট৷ ক্রেডিট কার্ড কেনাকাটি হয়ে যাচ্ছে অজান্তেই৷ স্রেফ কিছু চোরের কয়েকটি ক্লিকেই সব ফাঁকা৷ সাইবার অপরাধে আপনার আর্থিক ক্ষতি হলে, বাঁচার উপায়? সে ক্ষেত্রে আপনাকে বাঁচাবে ৩ টাকা৷ প্রতিদিন মাত্র ৩ টাকা খরচ করলেই সাইবার অপরাধে টাকা গায়েব হলে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ নিশ্চিত৷
advertisement
2/6
এইচডিএফসি এরগো লঞ্চ করেছে সাইবার ইনসিওরেন্স পলিসি৷ এই বিমার প্রিমিয়াম প্রতিদিন ৩ টাকা৷ বিমার আওতায় থাকছে নকল অনলাইন লেনদেন, ফিসিং ও ই-মেল স্পুফিং, ইন্টারনেট তোলাবাজি, পরিচয়পত্র চুরি, ই-রেপুটেশন ড্যামেজ ও সাইবার-বুলিং৷
advertisement
3/6
যে কোনও সাইবার হামলা, প্রতারণার শিকার হলেই ৫০ হাজার থেকে ১ কোটি টাকা পর্যন্ত মিলবে বিমা৷ ৫০ হাজার টাকার পলিসির জন্য বছরে প্রিমিয়াম পড়বে ১ হাজার ৪১০ টাকা ও ১ কোটি টাকার বিমায় প্রিমিয়াম ২৫ হাজার ১৯৮ টাকা৷
advertisement
4/6
এইচডিএফসি এরগো-র সিইও ও এমডি রীতেশ কুমারের কথায়, 'অনলাইন মার্কেটে এখন ভারত দু নম্বরে৷ তাই সাইবার ঝুঁকি ও প্রতারণাও বাড়ছে রোজ৷'
advertisement
5/6
বিশ্বের যে কোনও জায়গায় গ্রাহক সাইবার প্রতারণার শিকার হলে এই পলিসিতে বিমার আবেদন করতে পারবেন৷ একই সঙ্গে কোনও আইনি পরামর্শের জন্য খরচও বহন করবে বিমা সংস্থা৷
advertisement
6/6
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র ২০১৬-র তথ্য বলছে, ২০১৫ সাল থেকে ২০১৬ সালের মধ্যে সাইবার অপরাধ বেড়েছে ৬.৩ শতাংশ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ক্রেডিট কার্ডে টাকা লোপাট? কুছ পরোয়া নেহি! মাত্র ৩ টাকা খরচ করলে ₹৫০০০০ পাচ্ছেনই...