TRENDING:

Post Office Schemes: পোস্ট অফিসের এই স্কিমে ২ বছরে লাখপতি হতে পারেন মহিলারা, কী কী সুবিধা মিলবে দেখুন

Last Updated:
মহিলাদের মধ্যে বিনিয়োগে আগ্রহ বাড়াতে কেন্দ্রীয় সরকার এই স্কিম চালু করেছে। এখানে ২০২৫ সাল পর্যন্ত বিনিয়োগ করা যাবে।
advertisement
1/7
পোস্ট অফিসের এই স্কিমে ২ বছরে  লাখপতি হতে পারেন মহিলারা, কী কী সুবিধা মিলবে
পোস্ট অফিসে মহিলাদের জন্য বিশেষ স্কিম রয়েছে। এখানে বিনিয়োগ করে অল্প সময়েই ধনী হওয়া সম্ভব। স্কিমের নাম ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’। মহিলাদের মধ্যে বিনিয়োগে আগ্রহ বাড়াতে কেন্দ্রীয় সরকার এই স্কিম চালু করেছে। এখানে ২০২৫ সাল পর্যন্ত বিনিয়োগ করা যাবে।
advertisement
2/7
কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন: যে কোনও ভারতীয় মহিলা, বয়স নির্বিশেষে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করতে পারবেন। এছাড়া নাবালিকার নামে পিতামাতা অ্যাকাউন্ট খুলতে পারেন।
advertisement
3/7
কত সুদ মেলে: মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে করা বিনিয়োগ আয়কর আইনের ধারা ৮০সি-র অধীনে সম্পূর্ণ করমুক্ত। তবে অর্জিত সুদের উপর কর দিতে হবে। সোজা কথায়, ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিটের বিপরীতে বিনিয়োগকারী সুদের উপর ট্যাক্স সুবিধা পাবেন না।
advertisement
4/7
সুদ থেকে আয়ের উপর টিডিএস কাটা হয়। বর্তমানে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে ৭.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে সরকার, যা প্রতি ত্রৈমাসিকে অ্যাকাউন্টে জমা হয়। মেয়াদ শেষে বিনিয়োগ করা অর্থ সুদ সমেত বিনিয়োগকারীর হাতে দেওয়া হয়।
advertisement
5/7
আয় হবে ২ বছরে: কেউ যদি ২ বছরের জন্য মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’ স্কিমে ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি ম্যাচিউরিটিতে ২.৩২ লক্ষ টাকা পাবেন। এটা অবিকল ফিক্সড ডিপোজিটের মতোই কাজ করে। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করতে চাইলে পোস্ট অফিসে ফর্ম পূরণ করতে হবে। এর সঙ্গে কেওয়াইসি নথি অর্থাৎ আধার ও প্যান কার্ডের কপি জমা দিতে হবে। চেকের সঙ্গে দিতে হবে পে-ইন-স্লিপ। ব্যাঙ্কেও এই স্কিমের আওতায় অ্যাকাউন্ট খোলা যায়।
advertisement
6/7
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমের নিয়ম: অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে মেয়াদের আগেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া যাবে। জরুরী পরিস্থিতিতেও এই সুবিধা পাওয়া যায়। তবে এর জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
advertisement
7/7
বিনিয়োগ: মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে ন্যূনতম ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। বিনিয়োগ করতে হয় ১০০-এর গুণিতকে। একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ ২ লাখ টাকা। দুটি অ্যাকাউন্ট খোলার মধ্যে সর্বোচ্চ ৩ মাসের ব্যবধান থাকতে হবে। অ্যাকাউন্ট খোলার ১ বছর পর ৪০ শতাংশ টাকা তোলা যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Post Office Schemes: পোস্ট অফিসের এই স্কিমে ২ বছরে লাখপতি হতে পারেন মহিলারা, কী কী সুবিধা মিলবে দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল