Money Making Tips: এই চাষ শুরু করে আপনিও আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা!
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Money Making Tips: চিরাচরিত চাষ পদ্ধতি ছেড়ে সুপারি চাষে জোর দিয়েছেন অনেকেই।
advertisement
1/5

পান খাওয়ার সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে সুপারির। যা বহুদিন ধরে বাঙালির ইতিহাস-ঐতিহ্যে জড়িয়ে আছে। পানমশলা-সহ একাধিক কাজে ব্যবহার বেড়েছে এই সুপারির, পাশাপাশি বর্তমানে বাড়িতে নতুন অতিথি আপ্যায়নে পান-সুপারির ব্যবহারের প্রচলন আজও। এর জন্য সুপারির চাহিদা সারা বছরই থাকে।
advertisement
2/5
এবার বাণিজ্যিকভাবে অসমের উন্নত প্রজাতির সুপারি চাষ হচ্ছে বসিরহাটে। দক্ষিণবঙ্গের বসিরহাট সহ বেশ কিছু এলাকায় সুপারি চাষের জন্য বেশ উপযোগী। যেখানে চিরাচরিত চাষ পদ্ধতি ছেড়ে সুপারি চাষে জোর দিয়েছেন অনেকেই।
advertisement
3/5
বসিরহাটের হংকং উদ্যানের ১ বিঘা জমিতে অসমের এই প্রজাতির সুপারির চাষ শুরু করেছেন। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের হংকং নামে একটি উদ্যানে শোভা পাচ্ছে সুপারি গাছের। পরীক্ষামূলকভাবে এই গাছ লাগিয়ে ভাল ফলন পেলেন।
advertisement
4/5
এবার চারাগাছ তৈরি করে বিক্রিও করছেন। বাগানের কেয়ারটেকার আমল মন্ডল জানান, এই জাতের গাছ অল্প জমিতে বেশি পরিমাণে চাষ করা সম্ভব এবং অনেক বেশি পরিমাণে ফল হয়। পাশাপাশি গাছের চারা বিক্রি হচ্ছে।
advertisement
5/5
এই জাতের সুপারি গাছ চাষ করে বছরে কয়েক লক্ষ টাকা আয় করা সম্ভব। তবে নিয়মিত জলের পাশাপাশি গোবর সার অথবা আবর্জনা পচা সার দিতে হবে। এভাবেই সহজে বেকার যুবকরা স্বনির্ভর হতে পারবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: এই চাষ শুরু করে আপনিও আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা!