TRENDING:

১০ বছরের পুরনো Aadhaar Card বাতিল হয়ে যাচ্ছে? ১৪ জুনের সময়সীমা দেওয়া হচ্ছে কেন?

Last Updated:
Aadhaar Card Update: এখন জেনে নেওয়া যাক কত ধরনের আধার কার্ড রয়েছে।
advertisement
1/7
১০ বছরের পুরনো Aadhaar Card বাতিল হয়ে যাচ্ছে? ১৪ জুনের সময়সীমা দেওয়া হচ্ছে কেন?
“১০ বছরের পুরনো আধার কার্ড আপডেট না করালে ১৪ জুনের পর থেকে বাতিল হয়ে যাবে”। গত কয়েকদিন ধরেই এই ধরনের মেসেজ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিভ্রান্ত হওয়ার কিছু নেই। ভুয়ো মেসেজ। ১০ বছর বা তার বেশি পুরনো আধার কার্ড বাতিল বা অবৈধ হচ্ছে না।
advertisement
2/7
UIDAI বিনামূল্যে অনলাইনে আধার আপডেটের সময়সীমা ১৪ জুন পর্যন্ত বাড়িয়েছে। সোজা কথায়, ১৪ জুন পর্যন্ত অনলাইনে বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে। এর সঙ্গে বৈধ বা অবৈধ হওয়ার কোনও সম্পর্ক নেই। UIDAI জানিয়েছে, সব ধরনের আধার কার্ড সম্পূর্ণ বৈধ এবং আইডি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। এখন জেনে নেওয়া যাক কত ধরনের আধার কার্ড রয়েছে।
advertisement
3/7
UIDAI বিনামূল্যে অনলাইনে আধার আপডেটের সময়সীমা ১৪ জুন পর্যন্ত বাড়িয়েছে। সোজা কথায়, ১৪ জুন পর্যন্ত অনলাইনে বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে। এর সঙ্গে বৈধ বা অবৈধ হওয়ার কোনও সম্পর্ক নেই। UIDAI জানিয়েছে, সব ধরনের আধার কার্ড সম্পূর্ণ বৈধ এবং আইডি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। এখন জেনে নেওয়া যাক কত ধরনের আধার কার্ড রয়েছে।
advertisement
4/7
আধার লেটার: এটা কাগজ ভিত্তিক ল্যামিনেটেড লেটার। ইস্যু করার তারিখ এবং মুদ্রণের তারিখ সহ একটি কিউআর কোড থাকে। আধার লেটার বিনামূল্যেই তৈরি করা যায়। বায়োমেট্রিক আপডেটো বিনামূল্যে হয়। এটা পোস্টের মাধ্যমে পাঠানো হয়। আসল আধার কার্ড ছিঁড়ে গেলে বা হারিয়ে গেলে আধার লেটার করানো যায়।
advertisement
5/7
আধার পিভিসি কার্ড: আধার পিভিসি কার্ড হল আধারের নতুন সংস্করণ। এই আধার কার্ড পিভিসি ভিত্তিক। সাধারণ আধার কার্ডের চেয়ে মজবুত, সহজে ছেঁড়ে না। এতে ডিজিটাল স্বাক্ষরিত আধার সুরক্ষিত কিউআর কোড, একটি ফটো এবং জনসংখ্যা সংক্রান্ত তথ্য রয়েছে। এটি স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হয়। ৫০ টাকা ফি দিয়ে uidai.gov.in বা Resident.uidai.gov.in-এ গিয়ে আধার পিভিসি কার্ড করানো যায়।
advertisement
6/7
ই-আধার: ই-আধারে পাসওয়ার্ড থাকে। সঙ্গে থাকে কিউআর কোড। গ্রাহক তাঁর নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ই-আধার করানো যায়। ডাউনলোড করা যায় বিনামূল্যে।
advertisement
7/7
এম-আধার: এম-আধার হল UIDAI-এর তৈরি অফিসিয়াল মোবাইল অ্যাপ। আধার কার্ড হোল্ডারদের CIDR-এর সঙ্গে নিবন্ধিত আধার রেকর্ড দেখার জন্য ইন্টারফেস প্রদান করে। এই রেকর্ডে ডেমোগ্রাফিক ডেটা এবং একটি ফটোগ্রাফ সহ আধার নম্বর রয়েছে। সঙ্গে কিউআর কোড। এম-আধার বিনামূল্যে ডাউনলোড করা যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
১০ বছরের পুরনো Aadhaar Card বাতিল হয়ে যাচ্ছে? ১৪ জুনের সময়সীমা দেওয়া হচ্ছে কেন?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল