TRENDING:

Tatkal Ticket Booking: তৎকাল বুকিংয়েও মিলল ওয়েটিং টিকিট ? তাহলে কি ফেরত পাবেন টাকা ?

Last Updated:
তৎকালে ওয়েটিংয়ে থাকা টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়
advertisement
1/6
তৎকাল বুকিংয়েও মিলল ওয়েটিং টিকিট ? তাহলে কি ফেরত পাবেন টাকা ?
আগে থেকে কোনও পরিকল্পনা ছিল না অথচ হঠাৎ যাত্রা করার দরকার পড়ল ? সেক্ষেত্রে রেলের তৎকাল টিকিট বুকিংয়ের সুবিধা নিতে পারবেন ৷ যাত্রার একদিন আগে তৎকাল টিকিট বুকিং করতে পারবেন ৷ সাধারণত তৎকালে কনফার্ম টিকিট পাওয়া যায় ৷ কিন্তু অনেক সময় উৎসবের সময় তৎকালেও টিকিট ওয়েটিং লিস্টে চলে যায় ৷
advertisement
2/6
তৎকালে ওয়েটিংয়ে থাকা টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় ৷ এরকম হলে কি তৎকাল টিকিটের টাকা ফেরত পাওয়া যায় ? নাকি পুরো টাকাটাই জলে চলে যায় ৷
advertisement
3/6
তৎকাল ওয়েটিং টিকিটের আলাদা নিয়ম রয়েছে যা আপনার জন্য জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ তৎকাল টিকিট একদিন আগে বুকিং করা হয় ৷ কিন্তু তৎকাল টিকিট ওয়েটিংয়ে থাকলে সেই টিকিটে যাত্রীরা যাত্রা করতে পারবেন না ৷ তৎকাল ওয়েটিং হলে রেলের তরফে অটোমেটিক ক্যানসেল করে দেওয়া হয় ৷
advertisement
4/6
ফেরত পাবেন টাকা ?তৎকাল ওয়েটিং টিকিট কনফার্ম না হলে ক্যানসেল করে দেয় রেল ৷ টিকিট ক্যানসেল হলে ৩-৪ দিনে টাকা রিফান্ড করে দেওয়া হয় ৷ তবে রেলের তরফে বুকিং চার্জ নেওয়া হয়ে থাকে ৷ টিকিট কনফার্ম না হলেও বুকিং চার্জ নেওয়া হয়ে থাকে ৷
advertisement
5/6
কেটে নেওয়া হবে বুকিং চার্জ -টিকিট ক্যানসেল হলে রেল প্রায় ১০ শতাংশ টাকা কেটে নেয় ৷ এটা ট্রেন ও ক্লাসের উপর নির্ভর করে ৷ বাকি টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় ৷
advertisement
6/6
ব্যবহার করতে পারেন মাস্টার লিস্ট-তৎকাল বুকিংয়ের আগে মাস্টার লিস্ট তৈরি করে নিন ৷ IRCTC-র ওয়েবসাইটে লগইন করে মাস্টার লিস্ট তৈরি করতে পারবেন । মাস্টার লিস্টে আপনার যাত্রা সংক্রান্ত তথ্য দিতে হবে । আগে থেকে মাস্টার লিস্ট করা থাকলে তৎকাল বুকিংয়ে সময় নষ্ট হবে না এবং কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Tatkal Ticket Booking: তৎকাল বুকিংয়েও মিলল ওয়েটিং টিকিট ? তাহলে কি ফেরত পাবেন টাকা ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল