TRENDING:

Bank Strike: আগামিকাল ও পরশু কী দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে ? জেনে নিন...

Last Updated:
Bank Strike: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন (CTU) আর কিছু অন্য সংগঠন মিলে ২৩ আর ২৪ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ঘোষণা করেছিল।
advertisement
1/4
আগামিকাল ও পরশু কী দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে ? জেনে নিন...
ট্রেড ইউনিয়নের তরফে ২৩-২৪ ফেব্রুয়ারিতে ডাকা প্রস্তাবিত ব্যাঙ্ক ধর্মঘট ২৮-২৯ মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে ৷ একটি বয়ানে ট্রেড ইউনিয়নের তরফে জানানো হয়েছে সরকারের নীতির বিরুদ্ধে ২৩-২৪ ফেব্রুয়ারিতে দেশব্যাপী ব্যাঙ্ক স্ট্রাইক আপাতত স্থগিত রাখা হয়েছে ৷ কোভিডের তৃতীয় ঢেউ ও বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ব্যাঙ্ক স্ট্রাইক আপাতত এক মাসের জন্য স্থগিত রাখা হয়েছে ৷
advertisement
2/4
ইন্ডিয়া ডট কমের একটি খবর অনুযায়ী, আগামিকাল (২৩ ফেব্রুয়ারি) ব্যাঙ্ক স্ট্রাইক হচ্ছে না ৷ একটি জয়েন্ট স্টেটমেন্ট অনুযায়ী, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও আঞ্চলিক অ্যাসোসিয়েশনের জয়েন্ট ফোরাম অনলাইন বৈঠকে দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট ২৮-২৯ মার্চ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷
advertisement
3/4
এর আগে সরকারের ব্যাঙ্ক বেসরকারিকরণের পরিকল্পনার বিরোধিতা করে ব্যাঙ্ক ইউনিয়নগুলি গত ১৬ আর ১৭ ডিসেম্বর ধর্মঘট করেছিল। এবার ফেব্রুয়ারি মাসে সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন (CTU) আর কিছু অন্য সংগঠন মিলে ২৩ আর ২৪ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ঘোষণা করেছিল। এখানে দেশের সমস্ত সরকারি আর বেসরকারি ব্যাঙ্কের কর্মচারীরা সামিল হবেন বলে জানানো হয়েছিল ।
advertisement
4/4
AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF,INBOC সহ একাধিক সংগঠন মিলে দেশব্যপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। তবে আপাতত তা স্থগিত রাখা হয়েছে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Strike: আগামিকাল ও পরশু কী দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে ? জেনে নিন...
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল