PM Kisan: বুধবারই কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে পিএম কিষান যোজনার টাকা ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: কৃষকরা অপেক্ষায় পরবর্তী PM কিষান কিস্তির জন্য, আর জল্পনা বাড়ছে—বুধবারই কি টাকা জমা হবে? জেনে নিন লেটেস্ট আপডেট ও জরুরি তথ্য।
advertisement
1/6

গত কয়েকদিন ধরেই পিএম কিষাম যোজনার ২১তম কিস্তির টাকার অপেক্ষায় ছিলেন দেশের কৃষকরা ৷ বুধবারই শেষ হতে চলেছে সেই অপেক্ষা বলে জানা গিয়েছে ৷ তামিলনাড়ুর কোয়েম্বাটোরে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে ২,০০০ টাকার পরবর্তী কিস্তি জারি করবেন।
advertisement
2/6
PM কিষান পোর্টালের তথ্য অনুযায়ী, “প্রধানমন্ত্রী আগামী ১৯ নভেম্বর, ২০২৫-এ তামিলনাড়ুর কোয়েম্বাটোরে PM–KISAN প্রকল্পের ২১তম কিস্তি প্রকাশ করবেন ৷ ”
advertisement
3/6
PM কিষান: কীভাবে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করবেন?অফিসিয়াল PM Kisan পোর্টালে https://pmkisan.gov.in যেতে হবেহোমপেজে ‘FARMERS CORNER’ অপশনের নিচে ‘Beneficiary List’–এ ক্লিক করুনআপনার রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক এবং গ্রাম নির্বাচন করুন।‘Get Report’–এ ক্লিক করলে আপনার গ্রামের বেনিফিশিয়ারিদের তালিকা দেখতে পাবেন
advertisement
4/6
e-KYC কি বাধ্যতামূলক?হ্যাঁ, ভবিষ্যতে কিস্তির টাকা পেতে e-KYC বাধ্যতামূলক। স্বচ্ছতা নিশ্চিত করা, মধ্যস্থতাকারীদের ভূমিকা দূর করা এবং প্রকৃত সুবিধাভোগীদের সঠিক পরিচয় যাচাই করার জন্য সরকার এটি বাধ্যতামূলক করেছে। এর ফলে নিশ্চিত করা যায় যে অর্থ সরাসরি সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে।
advertisement
5/6
Aadhaar-ভিত্তিক OTP e-KYC সম্পন্ন করার ধাপে ধাপে নির্দেশনা — PM Kisan Samman Nidhi YojanaStep 1: অফিসিয়াল পোর্টাল-এ যান: https://pmkisan.gov.inStep 2: উপরে-ডান কোণে থাকা ‘e-KYC’ অপশনে ক্লিক করুন।Step 3: আপনার আধার নম্বর প্রবেশ করান।Step 4: আপনার আধার-লিঙ্কড মোবাইলে যেই OTP আসবে, সেটি সাবমিট করুন।Step 5: OTP ভেরিফিকেশন সফল হলে e-KYC সম্পন্ন হয়ে যাবে।
advertisement
6/6
PM Kisan কী?কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক কর্তৃক চালু করা PM কিষান প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই টাকা বছরে তিনটি সমান কিস্তিতে—প্রতি চার মাস অন্তর ২,০০০ টাকা করে—কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। এই প্রকল্পটি বিশেষত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হিসেবে কাজ করে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: বুধবারই কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে পিএম কিষান যোজনার টাকা ?