PM Kisan: বাজেটে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কিস্তির টাকা বাড়িয়ে হবে ৮,০০০ টাকা? জেনে নিন এখনই
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
PM Kisan: রিপোর্ট অনুযায়ী, তাঁরা অর্থমন্ত্রীকে PM-KISAN কিস্তির পরিমাণ বর্তমান ৬০০০ টাকা থেকে বার্ষিক ইউনিয়ন বাজেটে ৮০০০ টাকা করার জন্য অনুরোধ করেছেন৷
advertisement
1/10

সাম্প্রতিক প্রাক-বাজেট আলোচনার সময়ে কৃষি বিশেষজ্ঞরা বৈঠক করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে। রিপোর্ট অনুযায়ী, তাঁরা অর্থমন্ত্রীকে PM-KISAN কিস্তির পরিমাণ বর্তমান ৬০০০ টাকা থেকে বার্ষিক ইউনিয়ন বাজেটে ৮০০০ টাকা করার জন্য অনুরোধ করেছেন৷ তাঁরা সরাসরি বেনিফিট ট্রান্সফারের (DBT) মাধ্যমে কৃষকদের ভর্তুকি দেওয়ার জন্যও বলেছেন। একই সঙ্গে বাজেট ২০২৪-এ কৃষি গবেষণার জন্য অতিরিক্ত তহবিল তৈরি করার কথা জানিয়েছেন।
advertisement
2/10
পিএম কিষাণ স্কিম -জমির মালিক যে সব কৃষকেরা, তাঁদের আর্থিক প্রয়োজনীয়তা মেটাতে সাহায্য করার জন্য এই স্কিম চালু করা হয়। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হল ভারত সরকার দ্বারা চালিত একটি প্রকল্প। ভারত সরকারের এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকরা প্রতি বছর ৬,০০০ টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। ভারতের ১২৫ মিলিয়ন কৃষকদের সাহায্য করার জন্য চালু করা হয়েছে ৭৫ হাজার কোটি টাকার এই প্রকল্প। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ২০১৮ সালের ১ ডিসেম্বর থেকে চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে চালু করা হয়েছে এই প্রকল্প।
advertisement
3/10
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কিস্তি -প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে ভারতের কৃষকরা প্রতিবছর ৬০০০ টাকা করে সাহায্য পেয়ে থাকেন। প্রতি ৪ মাস অন্তর অন্তর তাঁদের ২০০০ টাকা করে এই সাহায্য দেওয়া হয়। ৪ মাস অন্তর ২০০০ টাকা করে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় ভারত সরকারের তরফে।
advertisement
4/10
প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সুবিধা -দেশব্যাপী যোগ্য কৃষক পরিবারগুলি বার্ষিক ৬০০০ টাকা পায়, যা তিনটি কিস্তিতে দেওয়া হয়, প্রতি চার মাস অন্তর। দেশব্যাপী ১১ কোটিরও বেশি কৃষক এই টাকা পেয়েছেন। এখনও পর্যন্ত এই প্রকল্পে ৩.০৪ লক্ষ কোটি টাকা বিতরণ করা হয়েছে এই স্কিমে। এই স্কিম চালু হওয়ার পর থেকে এখনও সুবিধাভোগীদের দেওয়া টাকার পরিমাণ ৩.২৪ লক্ষ কোটি টাকা। আসলে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নরেন্দ্র মোদির প্রথম সিদ্ধান্ত ছিল পিএম কিষাণের ১৭তম কিস্তি প্রকাশ করা। এর মাধ্যমে ৯.৩ কোটি কৃষক উপকৃত হবেন। এতে প্রায় ২০,০০০ কোটি টাকা বিতরণ করা হবে।
advertisement
5/10
প্রধানমন্ত্রী মোদি এক বিবৃতিতে বলেছেন, "আমাদের সরকার কিষাণ কল্যাণে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এটি উপযুক্ত দায়িত্ব নেওয়ার পর স্বাক্ষরিত প্রথম ফাইলটি কৃষক কল্যাণ সম্পর্কিত। আমরা চাই কৃষক ও কৃষি খাতের জন্য আরও বেশি কাজ চালিয়ে যেতে।" PM-KISAN প্রকল্প হল একটি কেন্দ্রীয় সেক্টর প্রোগ্রাম, যা দেশের সব কৃষক পরিবারকে সহায়তা করে। এই সমর্থন হল কৃষি উপকরণ কেনার জন্য তাদের আর্থিক চাহিদা এবং ঘরোয়া খরচ মেটানো। সরকার এর জন্য ১.২৭ লক্ষ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে।
advertisement
6/10
এই স্কিমে রেজিস্টার করার উপায় -১) প্রথমেই pmkisan.gov.in-এ যেতে হবে। ২) এরপর কৃষক কর্নার বিকল্পে ক্লিক করতে হবে। ৩) এরপর 'New Farmer Registration' অপশনে ক্লিক করতে হবে। ৪) এরপর গ্রামীণ কৃষক নিবন্ধন বা শহুরে কৃষক নিবন্ধন নির্বাচন করতে হবে।
advertisement
7/10
৫) আধার নম্বর, মোবাইল নম্বর এন্টার করতে হবে এবং রাজ্য নির্বাচন করতে হবে। এরপর ওটিপি সেন্ড করা হবে।৬) OTP এন্টার করে এবং রেজিস্টার করার জন্য এগিয়ে যেতে হবে। ৭) এরপর নিজেদের রাজ্য, জেলা, ব্যাঙ্কের বিবরণ এন্টার করে রেজিস্টার অপশন সিলেক্ট করতে হবে। 8) এরপর ‘Submit for Aadhaar authentication’ অপশনে ক্লিক করতে হবে। ৯) একবার আধার প্রমাণীকরণ সফল হলে, নিজেদের জমির বিবরণ এবং সমর্থনকারী নথি আপলোড করতে হবে এবং save অপশনে ক্লিক করতে হবে।
advertisement
8/10
অনলাইনে প্রধানমন্ত্রী কিষাণ স্কিমের স্টেটাস পরীক্ষা করার উপায় -১) অফিসিয়াল পিএম কিষাণ ওয়েবসাইট দেখতে হবে। ২) এরপর Beneficiary Status পেজে যেতে হবে। ৩) এরপর "Beneficiary Status" অপশনে ক্লিক করতে হবে। ৪) এরপর নিজেদের আধার নম্বর বা অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। ৫) এরপর "Get Data" অপশনে ক্লিক করতে হবে। ৬) এরপর Beneficiary Status দেখতে হবে। ৭) এরপর পেমেন্ট স্টেটাস চেক করতে হবে।
advertisement
9/10
পিএম কিষাণ স্কিম প্রত্যাখ্যানের কারণ -১) নকল সুবিধাভোগীর নাম ২) KYC অসম্পূর্ণ ৩) বর্জন বিভাগের অন্তর্গত কৃষকদের প্রত্যাখ্যান করা হবে ৪) আবেদনপত্র পূরণ করার সময় ভুল IFSC কোড ৫) ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ বা বৈধ নয়, অ্যাকাউন্ট স্থানান্তরিত বা ব্লক
advertisement
10/10
৬) সুবিধাভোগীদের আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা নেই৭) বাধ্যতামূলক ক্ষেত্র অনুপস্থিত 8) অবৈধ ব্যাঙ্ক, পোস্ট অফিসের নাম ৯) সুবিধাভোগী অ্যাকাউন্ট নম্বর সুবিধাভোগী কোড এবং প্রকল্পের অন্তর্গত নয় ১০) অ্যাকাউন্ট এবং আধার উভয়ই অবৈধ
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: বাজেটে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কিস্তির টাকা বাড়িয়ে হবে ৮,০০০ টাকা? জেনে নিন এখনই