TRENDING:

সিগারেট ও তামাকজাত পণ্যের দাম বাড়বে? ২৮ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ হারে GST লাগুর প্রস্তাব

Last Updated:
সোমবার বৈঠকে সংশোধিত কর লাগু করার প্রস্তাব দিয়েছে জিওএম। কাউন্সিলের সামনে এই রিপোর্ট পেশ করা হবে। নয়া হার লাগু করার সুযোগ রয়েছে কি না, তার সিদ্ধান্ত নেবে কাউন্সিল।
advertisement
1/9
সিগারেট ও তামাকজাত পণ্যের দাম বাড়বে? ৩৫ শতাংশ হারে GST লাগুর প্রস্তাব
সিগারেট ও তামাকজাত পণ্যের দাম বাড়তে চলেছে। জিএসটি ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হতে পারে। এমনটাই জানিয়েছেন এক কর্তা। শুধু তামাকজাত পণ্য নয়, বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে পোশাকে নয়া হারে জিএসটি লাগুর সিদ্ধান্তও নিয়েছে জিওএম।
advertisement
2/9
রেডিমেড গার্মেন্টসে সংশোধিত জিএসটি হার: সিদ্ধান্ত অনুযায়ী, ১৫০০ টাকা পর্যন্ত দামের রেডিমেড গার্মেন্টসে ৫ শতাংশ জিএসটি আরোপ করা হবে। ১৫০০ টাকা থেকে ১০ হাজার টাকা দামের পোশাকে ১৮ শতাংশ এবং ১০ হাজার টাকার বেশি দামের রেডিমেড গার্মেন্টসে এখন থেকে ২৮ শতাংশ হারে জিএসটি দিতে হবে।
advertisement
3/9
১৪৮টি পণ্যে জিএসটি হার সংশোধনের প্রস্তাব: মোট ১৪৮টি পণ্যে সংশোধিত জিএসটি-এর প্রস্তাব জিএসটি কাউন্সিলে পাঠানো হবে। ওই কর্মকর্তা বলেছেন, “এর ফলে নেট রাজস্বে এর ইতিবাচক প্রভাব পড়বে।”
advertisement
4/9
জিওএম-এর রিপোর্ট নিয়ে জিএসটি কাউন্সিলে আলোচনা হবে: আগামী ২১ ডিসেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে জিএসটি কাউন্সিলের বৈঠক হবে। উপস্থিত থাকবেন রাজ্যের সংশ্লিষ্ট মন্ত্রীরা। সেই বৈঠকে জিওএম-এর রিপোর্ট নিয়ে আলোচনা হতে পারে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জিএসটি কাউন্সিল।
advertisement
5/9
তামাক এবং অ্যারেটেড বেভারেজেসে ৩৫ শতাংশ হারে জিএসটি: ওই কর্তা বলেছেন, “তামাক, তামাকজাত পণ্য এবং অ্যারেটেড বেভারেজেসে ৩৫ শতাংশ হারে জিএসটি লাগু করার প্রস্তাব দিয়েছে জিওএম। ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশের চার স্তরের কর হার চালু থাকবে। এর সঙ্গেই জিওএম নতুন ৩৫ শতাংশের হার প্রস্তাব করেছে।”
advertisement
6/9
বর্তমান জিএসটি কাঠামো: বর্তমানে জিএসটিতে চার স্তরের কর কাঠামো চালু রয়েছে। যার হার ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ। নিত্য প্রয়োজনীয় বা অপরিহার্য পণ্যে করের হার সবচেয়ে কম। আর বিলাসবহুল পণ্যে সবচেয়ে বেশি হারে কর আরোপ করা হয়। যেমন গাড়ি, ওয়াশিং মেশিন ইত্যাদি। অ্যারেটেড জল এবং তামাকজাত পণ্যের মতো নেশাজাত দ্রব্যেও ২৮ শতাংশের সর্বোচ্চ হারে সেজ লাগু করা হয়েছে।
advertisement
7/9
ওই কর্তা জানিয়েছেন, সোমবার বৈঠকে সংশোধিত কর লাগু করার প্রস্তাব দিয়েছে জিওএম। কাউন্সিলের সামনে এই রিপোর্ট পেশ করা হবে। নয়া হার লাগু করার সুযোগ রয়েছে কি না, তার সিদ্ধান্ত নেবে কাউন্সিল।
advertisement
8/9
শেষ বৈঠকে জিওএম-এর প্রস্তাব: ২০ লিটার বা তার বেশি প্যাকেটজাত জলে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হোক।১০,০০০ টাকা পর্যন্ত দামের সাইকেলে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হোক।এক্সারসাইজ নোটবুকের উপর জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হোক।
advertisement
9/9
১৫,০০০ টাকা দামের জুতোতে জিএসটি ১৮ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হোক।২৫,০০০ টাকা দামের হাতঘড়িতে জিএসটি ১৮ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হোক।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সিগারেট ও তামাকজাত পণ্যের দাম বাড়বে? ২৮ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ হারে GST লাগুর প্রস্তাব
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল