আয়কর বিভাগ কি রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াবে? এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে…
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
আজ ৩১ জুলাই। ২০২৩-২৪ মূল্যায়ন বছরের জন্য আইটিআর ফাইল করার শেষ দিন।
advertisement
1/10

আজ ৩১ জুলাই। ২০২৩-২৪ মূল্যায়ন বছরের জন্য আইটিআর ফাইল করার শেষ দিন। গত সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত, সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৫ কোটিরও বেশি ট্যাক্স রিটার্ন দাখিল করা হয়েছে।
advertisement
2/10
আয়কর বিভাগ ট্যুইটে জানিয়েছে, ২৭ জুলাই পর্যন্ত দাখিল করা ৫.০৩ কোটি আইটিআর-এর মধ্যে ৪.৪৬ কোটি আইটিআর-এর ই-ভেরিফাই সম্পন্ন হয়েছে। যা এখনও পর্যন্ত দাখিল হওয়া মোট আইটিআর-এর ৮৮ শতাংশ।
advertisement
3/10
সময়সীমা বাড়ানোর আবেদন: প্রতি বছরই আইটিআর দাখিলের সময়সীমা বাড়ানোর আবেদন করেন করদাতারা। এ বছরও তার অন্যথা হয়নি। তবে সময়সীমা বাড়ানোর কথা ভাবছে না সরকার।
advertisement
4/10
এ কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহে রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা করদাতাদের যত তাড়াতাড়ি সম্ভব রিটার্ন দাখিল করার আবেদন জানিয়েছিলেন। কারণ তিনি বলেন, ‘৩১ জুলাইয়ের সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা নেই অর্থ মন্ত্রকের’।
advertisement
5/10
আয়কর বিভাগও ট্যুইটে শেষ দিনের ভিড় এড়াতে দ্রুত আয়কর রিটার্ন ফাইল করার পরামর্শ দিয়েছিল। ডিসক্রিপ্ট-এর সিইও রঘুরাম ত্রিকুটম বলেন, ‘আইটি বিভাগ একাধিক বুলেটিনে স্পষ্ট করে দিয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হবে না।
advertisement
6/10
গত বছরও হয়নি। আগামী বছরগুলির জন্য এই সিদ্ধান্ত নজির হয়ে থাকবে। করদাতা, ট্যাক্স সফটওয়্যার ফার্ম এবং সিএ-দের সময়ের মধ্যেই পরিকল্পনা এবং প্রস্তুতি নিতে হবে।
advertisement
7/10
সোশ্যাল মিডিয়ায় করদাতারা নির্ধারিত তারিখ বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করছেন। অনেকের অভিযোগ, রিটার্ন দাখিল করার সময় ই-ফাইলিং ওয়েবসাইটে সমস্যার মুখে পড়তে হয়েছে। তাই সময় বাড়ানো হোক।
advertisement
8/10
লোকাল সার্কেল-এর একটি সমীক্ষায় দেখা গেছে, ১৪ শতাংশের বেশি আয়করদাতা সমস্যায় পড়েছেন। ১২ হাজার ব্যক্তিকে নিয়ে এই সমীক্ষা করা হয়। এঁদের মধ্যে ২৭ শতাংশই এখনও পর্যন্ত আইটি রিটার্ন দাখিল করেননি।
advertisement
9/10
আবার অনেক করদাতা এবং সিএ অ্যাসোসিয়েশন ভারি বৃষ্টি ও বন্যার কারণে নির্দিষ্ট রাজ্যে আইটিআর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছে। ২০১৮ সালে কেরলে বন্যার সময় সিবিডিটি ৩১ আগস্টের সময়সীমা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করেছিল।
advertisement
10/10
এ বছর বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত প্রায় ৭-৮টি রাজ্য। লোকাল সার্কেল-এর সমীক্ষা বলছে, এখানকার অন্তত ১৪ শতাংশ করদাতা ৩১ জুলাইয়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারবেন না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আয়কর বিভাগ কি রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াবে? এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে…