TRENDING:

Dhanteras 2023: ধনতেরসের দিনে তো ঘরে সোনা আনছেন, কিন্তু এই শুভ দিনে মূল্যবান হলুদ ধাতু কেনার কারণটা কি জানা আছে?

Last Updated:
এই দিনে সোনা কেনাকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। ফলে ধনতেরসের দিনে সোনার বিক্রি তুঙ্গে পৌঁছে যায়।
advertisement
1/8
ধনতেরসের দিন সোনা কেনার কারণটা কী ? কেন শুভ মনে করা হয় ?
 গোটা দেশ জুড়েই ধনতেরস মহাধুমধামের সঙ্গে পালন করা হয়। এই শুভ দিনে ভক্তরা ধনসম্পদ এবং সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন। শুধু তা-ই নয়, ভগবান কুবেরের আরাধনাও এই দিনে করা হয়ে থাকে। মূলত ত্রয়োদশী তিথিতে এই উৎসব পালন করা হয় বলে একে ধনত্রয়োদশীও বলা হয়। 
advertisement
2/8
প্রতি বছর কৃষ্ণপক্ষের ত্রয়োদশতম দিনে ভারতীয়রা ধনতেরসের উৎসব পালন করেন। আর এই দিনে সোনা কেনাকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। ফলে ধনতেরসের দিনে সোনার বিক্রি তুঙ্গে পৌঁছে যায়। ধনতেরসের ধন হল অর্থ-সম্পদ আর তেরস হল ত্রয়োদশতম দিন। মানুষ এই শুভ দিনে সোনার বার, সোনার গহনা, সোনা কিংবা রুপোর কয়েন এবং রুপোর বাসনকোসন ক্রয় করেন।
advertisement
3/8
ধনতেরসের ২০২৩-এর দিনক্ষণ:ধনতেরসের দিনে প্রদোষ কালে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পূজা নিবেদন করা হয়। আর প্রদোষ কাল শুরু হচ্ছে সূর্যাস্তের পরে। তার এই সময় স্থায়ী হবে ২ ঘণ্টা ২৪ মিনিট।
advertisement
4/8
ধনতেরসের পূজা - ১০ নভেম্বর (শুক্রবার)ধনতেরস পূজার মুহূর্ত - বিকাল ৫টা ৪৭ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪৩ মিনিট প্রদোষ কাল - বিকাল ৫টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ০৮ মিনিট বৃষভ কাল - বিকাল ৫টা ৪৭ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪৩ মিনিট
advertisement
5/8
ধনতেরসে আমরা কেন সোনা কিনি?সোনা এবং সোনার গহনা ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অঙ্গ। আবার ভারতে সোনাকে সৌভাগ্য, সমৃদ্ধি, প্রাচুর্য এবং মঙ্গলের প্রতীক। এমনকী সোনাকে দেবী লক্ষ্মীর রূপ বলেও বিবেচনা করা হয়। আর সোনা কেনার ক্ষেত্রে ভারতীয় পরিবারগুলির মধ্যে একটা আবেগও কাজ করে। আর এই মুহূর্তে বিশ্বে সোনার সবথেকে বড় আমদানিকারীও হয়ে উঠেছে ভারত। সম্প্রতি এর নিরিখে ছাপিয়ে গিয়েছে চিনকেও। মকর সংক্রান্তি, দশেরা, নবরাত্রি, গুড়ি পড়ওয়া, দীপাবলি, অক্ষয় তৃতীয়া এবং ধনতেরসের মতো উৎসবে সোনা ক্রয়কে শুভ বলে মনে করা হয়।
advertisement
6/8
ধনতেরসের দিনে সোনা কেনার পরম্পরা যুগের পর যুগ ধরে চলে আসছে। আর তার একাধিক কারণও রয়েছে। প্রথমত ভারতীয়রা এই মূল্যবান ধাতুকে অত্যন্ত শুভ বলে গণ্য করেন। আর প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সোনা দেবী লক্ষ্মীর রূপ। দ্বিতীয়ত, ভারতীয়দের জন্য সোনা আবার সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক। তাই ধনতেরসে সোনা কেনা হলে জীবনে অর্থ-সম্পদ এবং সমৃদ্ধির বর্ষণ নেমে আসে।
advertisement
7/8
বহু ভারতবাসীর বিশ্বাস, মা লক্ষ্মী সম্পদ এবং সমৃদ্ধির দেবী। এই শুভ দিনে তিনি ভক্তদের ঘরে আসেন এবং ভক্তদের জীবনকে সম্পদ আর সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তোলেন।
advertisement
8/8
সোনা কেনার পাশাপাশি ধনতেরসের দিনে প্রদীপ এবং মোমবাতি জ্বালানোর রীতিও রয়েছে। মূলত ধন্বন্তরীর গল্প স্মরণ করতে এবং সম্পদের দেবী লক্ষ্মীকে নিজের বাড়িতে আহ্বান জানাতে এই রীতি পালন করা হয়ে থাকে। মানুষের বিশ্বাস, মা লক্ষ্মীর পূজা করা হলে সৌভাগ্য এবং সমৃদ্ধি আসে। ফলে বোঝাই যাচ্ছে যে, ধনতেরসের দিনে ঘরে প্রদীপ কিংবা মোমবাতি জ্বালিয়ে দেবী লক্ষ্মীকে আহ্বান জানানো যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Dhanteras 2023: ধনতেরসের দিনে তো ঘরে সোনা আনছেন, কিন্তু এই শুভ দিনে মূল্যবান হলুদ ধাতু কেনার কারণটা কি জানা আছে?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল