৩৯৯ দিনের FD-তে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, ২ লাখ টাকা রাখলে কত রিটার্ন পাবেন দেখুন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এখন যদি কেউ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে ২ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি কত রিটার্ন পাবেন?
advertisement
1/7

নিরাপদ এবং নিশ্চিত রিটার্নের কথা বললে ফিক্সড ডিপোজিটের কথাই মাথায় আসে। কিন্তু প্রশ্ন হল কোন ব্যাঙ্কে? কম সময়ে বেশি রিটার্ন কোন ব্যাঙ্ক দিচ্ছে? এর একটাই উত্তর। ৩৯৯ দিনের বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এসেছে ইউনিয়ন ব্যাঙ্ক। কম সময়ে সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে এই এফডি স্কিমেই।
advertisement
2/7
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে। ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত। সুদের হারও বিভিন্ন। তবে ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার সবচেয়ে বেশি। এই স্কিমে বিনিয়োগকারীদের ৭.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
advertisement
3/7
প্রবীণ নাগরিকরা আরও ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পান। অর্থাৎ ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। ২০২৪-এর ১৯ জানুয়ারি থেকে নয়া সুদের হার কার্যকর হয়েছে।
advertisement
4/7
এখন যদি কেউ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে ২ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি কত রিটার্ন পাবেন? ৭.২৫ শতাংশ হারে মোট সুদ হবে ১৬,২৭৮ টাকা। অর্থাৎ মেয়াদ শেষে হাতে আসবে ২,১৬,২৭৮ টাকা।
advertisement
5/7
বলে রাখা ভাল, ইউনিয়ন ব্যাঙ্ক এখন ৭ থেকে ৪৫ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৩ শতাংশ হারে সুদ দিচ্ছে। ৪৬ থেকে ৯০ দিন মেয়াদের ৪.০৫ শতাংশ হারে সুদ মিলছে। পাশাপাশি ৯১ দিন থেকে ১২০ দিনের ফিক্সড ডিপোজিটের ৪.৩০ শতাংশ শতাংশ হারে রিটার্ন পাওয়া যাচ্ছে। ১২১ থেকে ১৮০ দিনের ফিক্সড ডিপোজিটে ৪.৪০ শতাংশ হারে সুদ মিলছে।
advertisement
6/7
এর পাশাপাশি ১ বছরের ফিক্সড ডিপোজিটে ৬.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক। ২ বছর এবং ৩ বছরের ফিক্সড ডিপোজিটে মিলছে ৬.৫০ শতাংশ হারে সুদ। আর ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিটেই সুদের হার সবচেয়ে বেশি, ৭.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
advertisement
7/7
প্রবীণ নাগরিকরা এর উপর অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পান। সুপার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদ স্বাভাবিক হারের চেয়ে ০.৭৫ শতাংশ বেশি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
৩৯৯ দিনের FD-তে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, ২ লাখ টাকা রাখলে কত রিটার্ন পাবেন দেখুন