PM Kisan: কবে মিলবে PM KISAN যোজনার আগামী কিস্তির টাকা ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: কৃষকদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে পিএম কিষান যোজনার টাকা ? জেনে নিন
advertisement
1/6

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan) কেন্দ্র সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প ৷ দেশের কোটি কোটি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে এই যোজনা চালু করা হয়েছিল ৷ কেন্দ্রীয় সরকার পরিচালিত যোজনার মাধ্যমে কৃষকদের বছরে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যা তিনটি কিস্তিতে (প্রতি কিস্তি ২,০০০ টাকা করে) সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।
advertisement
2/6
সামনের সপ্তাহেই দীপাবলি ৷ অনুমান করা হচ্ছে দীপাবলির আগেই কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করা হতে পারে ৷ তবে এই বিষয়ে এখনও সরকারি ভাবে কোনও ঘোষণা করা হয়নি ৷ এর আগে ২০ তম কিস্তির টাকা ২ অগাস্ট বারাণসী থেকে জারি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement
3/6
কারা পাবেন এই যোজনার সুবিধা ?১.ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা (Small & Marginal Farmers)যাঁদের জমির পরিমাণ ২ হেক্টর (প্রায় ৫ একর) বা তার কম, তাঁরা এই স্কিমের অধীনে যোগ্য।২. জমির মালিক- কৃষকরা (Landholding Farmers)যাঁদের নামে চাষযোগ্য জমির মালিকানা রেকর্ডে আছে, অর্থাৎ ল্যান্ড রেকর্ডে তাঁদের নাম নথিভুক্ত, তাঁরা এই স্কিমের আওতায় আসবেন।
advertisement
4/6
৩. একক বা যৌথ জমির মালিকরা- একাধিক পরিবারের সদস্য মিলে যদি জমি মালিকানায় থাকেন, তবে প্রত্যেক যোগ্য কৃষক এই সুবিধা পেতে পারেন, যদি তাঁদের নামে জমির ভাগ নিবন্ধিত থাকে।৪. আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টধারী -কৃষকরাযাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, তাঁদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয় (DBT পদ্ধতিতে)।
advertisement
5/6
যাঁরা এই যোজনার সুবিধা পাবেন না:১.সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীরা (Group A, B, C স্তরের)২. আয়কর প্রদানকারী ব্যক্তি৩.ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, স্থপতি, সিএ ইত্যাদি পেশাজীবী ব্যক্তিসংসদ, ৪. বিধানসভা বা পৌরসভার নির্বাচিত প্রতিনিধি৫. বড় ব্যবসায়ী বা কর্পোরেট প্রতিষ্ঠানের মালিকরা
advertisement
6/6
যোগ্যতা যাচাইয়ের উপায়:অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে https://pmkisan.gov.in“Farmers Corner” থেকে “Beneficiary Status” অপশন সিলেক্ট করতে হবে ।আধার নম্বর বা রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে স্টেটাস চেক করতে পারবেন ।