বাড়ানো হয়েছিল আধার-প্যান লিঙ্কের সময়সীমা; এর মধ্যে আধার-প্যান লিঙ্ক না করালে কী কী হতে পারে?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
১৯৬১ সালের আয়কর আইনের ১৩৯এএ ধারা অনুযায়ী, আধার আর প্যান লিঙ্ক না হলে, প্যান নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
advertisement
1/13

প্যানের সঙ্গে আধার লিঙ্ক করানোর সময়সীমা আরও বাড়াল আয়কর বিভাগ। ফলে যেসব করদাতা এখনও পর্যন্ত প্যানের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে উঠতে পারেননি, তাঁদের আগামী ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
advertisement
2/13
নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্যান আর আধার লিঙ্ক না করানো হলে প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে। এখানেই শেষ নয়, প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে কী কী সমস্যা হতে পারে, সেই বিষয়েও বর্ণনা করেছে আয়কর বিভাগ।
advertisement
3/13
প্যান কার্ড নিষ্ক্রিয় হলে কী কী হতে পারে? ১৯৬১ সালের আয়কর আইনের ১৩৯এএ ধারা অনুযায়ী, আধার আর প্যান লিঙ্ক না হলে, প্যান নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এর ফলে করদাতারা বেশ সমস্যার মুখে পড়তে পারেন। ইনকাম ট্যাক্স রিটার্ন বা আইটিআর ফাইলিংয়ের ক্ষেত্রে প্যান-আধার লিঙ্কিং বাধ্যতামূলক।
advertisement
4/13
না হলে আয়কর বিভাগ আইটিআর নাকচ করে দেবে। সরকারি পরিষেবা পাওয়া, পাসপোর্টের জন্য আবেদন জানানো, ভর্তুকি লাভ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য প্যান-আধার লিঙ্ক করানো আবশ্যক। আবার ধরা যাক, পুরনো প্যান কার্ড নষ্ট হয়ে গেল কিংবা হারিয়ে গেল।
advertisement
5/13
সেই সময় প্যান-আধার লিঙ্ক করা না থাকলে নতুন প্যান কার্ড পেতে সমস্যা হবে। ফলে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে প্যান-আধারের লিঙ্ক থাকা জরুরি।
advertisement
6/13
আধার-প্যান লিঙ্ক আছে কি না, তা অনলাইনে যাচাই করার উপায়: ট্যাক্স ই-ফাইলিংয়ের ওয়েবসাইটে incometax.gov.in/iec/foportal/ যেতে হবে। পেজের বাঁদিকে ‘ক্যুইক লিঙ্ক’ সেকশনে যেতে হবে। ওই সেকশনের ‘লিঙ্ক আধার স্টেটাস’-এ ক্লিক করতে হবে।
advertisement
7/13
এখানে নিজের ১০ ডিজিটের প্যান নম্বর এবং ১২-ডিজিট আধার নম্বর দিতে হবে। প্রয়োজনীয় তথ্য প্রদানের পর ‘ভিউ লিঙ্ক আধার স্টেটাস’ বিকল্পে ক্লিক করতে হবে। যাঁদের আধার আর প্যান কার্ড ইতিমধ্যেই লিঙ্ক করানো রয়েছে, তাঁদের আধার নম্বর স্ক্রিনে ভেসে উঠবে।
advertisement
8/13
আধার-প্যান লিঙ্ক আছে কি না, তা এসএমএস-এর মাধ্যমে যাচাই করার উপায়: 567678 অথবা 56161- এই দুই নম্বরে এসএমএস পাঠানো যেতে পারে এই ফরম্যাটে: UIDPAN <12 digit Aadhaar number> <10 digit PAN number> আধার আর প্যান লিঙ্ক করা থাকলে কমফার্মেশন মেসেজ এসে যাবে ফোনে।
advertisement
9/13
প্যান-আধার লিঙ্ক করার উপায়: incometaxindiaefiling.gov.in/ -এ যেতে হবে। ‘ক্যুইক লিঙ্ক’ সেকশনের ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করতে হবে। প্যান এবং আধার নম্বর প্রদান করতে হবে। আধার তথ্যের পাশাপাশি প্যানের তথ্য ভেরিফাই করতে হবে।
advertisement
10/13
ম্যাচ করলেই আধার নম্বর দিয়ে ‘লিঙ্ক নাও’ অপশনে ক্লিক করতে হবে। আধার-প্যানের সফল লিঙ্কিং কনফার্মেশনের পপ-আপ মেসেজ আসবে। এছাড়াও UTIITSL অথবা e-gov NSDL ওয়েবসাইটে গিয়েও প্যান-আধার লিঙ্ক করানো যাবে।
advertisement
11/13
জরিমানা: প্রথমে আধার-প্যান লিঙ্ক করার শেষ দিন ছিল ২০২২ সালের ৩১ মার্চ। সেই সময়ের মধ্যে করালে জরিমানা দিতে হত না। এই সময়সীমা বাড়িয়ে করা হয়েছিল ২০২৩ সালের ৩১ মার্চ।
advertisement
12/13
এই সময়টায় করানোর জন্য ১০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছিল। ফের এই সময়সীমা বাড়িয়ে ৩০ জুন, ২০২৩ তারিখ করা হয়েছে। এই সময়েও ১০০০ টাকা জরিমানা গুনতে হবে।
advertisement
13/13
কাদের আধার-প্যান লিঙ্কিংয়ের প্রয়োজন নেই? ৮০ বছর অথবা তার উর্ধ্বে যাঁদের বয়স, তাঁদের এই লিঙ্কিংয়ের প্রয়োজন নেই। আয়কর আইনের আওতায় অনাবাসীরাও এর আওতায় পড়বেন না। ভারতীয় নন, এমন নাগরিকদেরও এই লিঙ্কিংয়ের প্রয়োজন নেই।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বাড়ানো হয়েছিল আধার-প্যান লিঙ্কের সময়সীমা; এর মধ্যে আধার-প্যান লিঙ্ক না করালে কী কী হতে পারে?