TRENDING:

মোবাইলে আসছে Missed Call ? সাবধান, নিমেষে সাফ হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Last Updated:
ফিজিক্যাল সিম কার্ড এবং ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনের মধ্যে এই সংযুক্তিকেই কাজে লাগাচ্ছে জালিয়াতরা।
advertisement
1/11
মোবাইলে আসছে Missed Call ? সাবধান, নিমেষে সাফ হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
প্রযুক্তির উন্নতি মানুষের কল্যাণে লাগার বদলে জালিয়াতির কাজে লাগছে বেশি— অন্তত প্রতিদিনের সংবাদমাধ্যম তেমন নজিরই রাখছে।
advertisement
2/11
সম্প্রতি জানা গিয়েছে, দিল্লির এক আইনজীবী অদ্ভুত জালিয়াতির শিকার হয়েছেন। অভিযোগ, তাঁর মোবাইল সিম অদলবদল করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। তিনি কোনও ওটিপি বা মেসেজ পাননি। তবে তিনটি ‘মিসড কল’ পেয়েছিলেন। তদন্ত বলছে এটা ‘সিম সোয়্যাপ স্ক্যাম’।
advertisement
3/11
এ কেমন জালিয়াতি—উন্নত ব্যাঙ্কিং পরিষেবায় এখন স্মার্টফোনের সঙ্গেই যাবতীয় লেনদেন সংযুক্ত। অভিযোগ, ফিজিক্যাল সিম কার্ড এবং ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনের মধ্যে এই সংযুক্তিকেই কাজে লাগাচ্ছে জালিয়াতরা।
advertisement
4/11
সিম সোয়্যাপ স্ক্যাম-এ জালিয়াতরা প্রথমে ফিশিং বা ভিশিংয়ের মাধ্যমে কোনও ব্যক্তির ফোন নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ, ঠিকানা পেয়ে যায়। মেল বা মেসেজের মাধ্যমে ম্যালওয়্যার লিঙ্ক পাঠিয়ে ফিশিং করে জালিয়াতরা। তারপর মোবাইল অপারেটরের খুচরো আউটলেটে গিয়ে জাল পরিচয়পত্র দিয়ে দাবি করে, ওই ফোন নম্বরের মালিক সে-ই। তার ফোন চুরি হয়ে গিয়েছে। এই ভাবে ‘ডুপ্লিকেট সিম’ তুলে নেয়।
advertisement
5/11
ফলে আসল সিম কাজ করলেও ‘ডুপ্লিকেট সিম’ কাজ করতে শুরু করে। সমস্ত অ্যাক্টিভেশন মেসেজ এবং বিবরণ প্রতারকের কাছেই চলে যায়।
advertisement
6/11
তবে পুলিশের দাবি, এটা এমনি এমনি সম্ভব নয়। সাধারণত প্রতারকদের সহায়তা করে টেলিকম সংস্থার কোনও না কোনও কর্মী।
advertisement
7/11
মিসড কল কেন আসে—তদন্তকারীদের দাবি, নতুন সিম চালু হতে যে সময় লাগে, সেই সময়ের মধ্যে এই মিসড কল করা হয়। প্রথমত, জালিয়াতরা দেখে নেয় কল কোন সিমে যাচ্ছে। তাছাড়া, শিকার ব্যক্তিকে খানিকটা বিরক্ত করা, যাতে তিনি তাঁর মোবাইল সম্পর্কে বীতশ্রদ্ধ হয়ে পড়েন খানিকক্ষণের জন্য।
advertisement
8/11
এরই মধ্যে সিমের দখল নিয়ে জালিয়াতরা টাকা হাতানোর কাজ শুরু করে দেয়।শিকারের সিম কার্ডের দখল পাওয়া হয়ে গেলে সমস্ত ওটিপি জালিয়াতের কাছেই যাবে। তখন তছরুপে আর কোনও সমস্যাই থাকে না।
advertisement
9/11
তথ্য চুরি যাচ্ছে—পুলিশের দাবি, এই চক্রে হ্যাকার বা অনলাইন পোর্টালগুলি থেকে তথ্য কিনে নেয় জালিয়াতরা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বেসরকারি সংস্থাগুলি, তাদের লক্ষাধিক গ্রাহকের তথ্য বেহাত করে। গত এপ্রিলে এমনই অভিযোগ উঠেছে ইলেকট্রনিকস এবং আসবাবপত্র ভাড়া দেওয়া সংস্থা RentoMojo-র বিরুদ্ধে। যদিও সংস্থা দাবি করেছে, তাদের ডেটাবেস থেকে তথ্য চুরি করেছে হ্যাকাররা। এসব ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। ফলে আতঙ্ক বাড়ছে।
advertisement
10/11
আত্মরক্ষার কৌশল—১. ভিশিং বা ফিশিং আক্রমণ থেকে সতর্ক থাকতে হবে। ২. একাধিক মিসড কল এলেই সতর্ক হতে হবে। এরপর যে সমস্ত মেসেজ আসবে, তার দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ৩. মিসড কল এলে ফোন বন্ধ বা ‘সাইলেন্ট’ করা যাবে না। বরং অবিলম্বে মোবাইল অপারেটরের সঙ্গে কথা বলতে হবে।
advertisement
11/11
৪. ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করতে হবে।৫. ব্যাঙ্কিং লেনদেনের জন্য নিয়মিত এসএমএস ও ই-মেইল সতর্কতা রাখা দরকার। ৬. প্রতারিত হয়েছেন মনে করলেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে, যাতে অ্যাকাউন্ট ব্লক করে আরও বড় ক্ষতি এড়ানো যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মোবাইলে আসছে Missed Call ? সাবধান, নিমেষে সাফ হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল