ভাল Credit Score মানে কত? ক্রেডিট স্কোর ভাল রাখার উপায়গুলো কী কী? বিস্তারিত জানালেন বিশেষজ্ঞরা
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Credit Score: ৩০০ থেকে শুরু হয়। ৯০০ পর্যন্ত যায়। লেনদেনের ইতিহাস, লোন নেওয়ার ধরণ, লোন শোধের ইতিহাস, মেয়াদ ইত্যাদির উপর ভিত্তি করে ক্রেডিট স্কোর গণনা করা হয়।
advertisement
1/8

লোন নিতে গেলে সবার আগে গ্রাহকের ক্রেডিট স্কোর দেখে ব্যাঙ্ক। এটা একপ্রকার ঋণ পাওয়ার মাপকাঠি। ধার দিলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কতটা, সেটাই দেখা হয়। ক্রেডিট স্কোর ভাল থাকলে সহজে ঋণ মেলে। আর খারাপ ক্রেডিট স্কোর হলে উল্টোটা।
advertisement
2/8
ক্রেডিট স্কোর ৩০০ থেকে শুরু হয়। ৯০০ পর্যন্ত যায়। লেনদেনের ইতিহাস, লোন নেওয়ার ধরণ, লোন শোধের ইতিহাস, মেয়াদ ইত্যাদির উপর ভিত্তি করে ক্রেডিট স্কোর গণনা করা হয়। গ্রাহকের আর্থিক কার্যকলাপ থেকে এই তথ্য সংগ্রহ করে ক্রেডিট ব্যুরো। এর মধ্যে আগে নেওয়া ঋণ, ক্রেডিট কার্ডের বিল পরিশোধের ইতিহাস ইত্যাদি দেখা হয়।
advertisement
3/8
ক্রেডিট স্কোর গুরুত্বপূর্ণ কেন: ভাল ক্রেডিট স্কোর থাকলে কম সুদে ঋণ পাওয়া যায়। ক্রেডিট কার্ডের সীমা, ভাড়ার অনুমোদন বা বিমা প্রিমিয়ামের মতো বিষয়গুলিতেও এর প্রভাব পড়ে। গ্রাহক সময় মতো ঋন পরিশোধ করবেন কি না তা আন্দাজ করতে পারে ব্যাঙ্ক। ফলে ঝুঁকি কমে। ক্রেডিট স্কোর কম থাকলে ঋণ নাও দিতে পারে ব্যাঙ্ক।
advertisement
4/8
দ্য ফাইনান্সিয়ালিস্ট-এর সহ প্রতিষ্ঠাতা এবং সিইও প্রিয়াঙ্ক শাহ বলেন, ৩০০ থেকে ৯০০ পর্যন্ত ক্রেডিট স্কোর হয়। ৭৫০-এর উপর স্কোরকে ভাল বলে বিবেচনা করে ব্যাঙ্ক। তিনি বলেন, “ক্রেডিট স্কোর বেশি থাকলে ঋণগ্রহীতা অনেক রকম সুবিধা পান। যেমন ক্রেডিট লিমিট বেশি পাওয়া যায়। কম সুদের হারে ঋণ মেলে। দ্রুত ঋণ অনুমোদনের সম্ভাবনাও থাকে।’’
advertisement
5/8
ক্রেডিট স্কোর ভাল করার উপায়: প্রিয়াঙ্ক বলছেন, নির্ধারিত তারিখের আগে ইএমআই বা ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ করা উচিত। দেরিতে টাকা মেটানো এড়াতে স্বয়ংক্রিয় অর্থপ্রদান সেট আপ করতে হবে।
advertisement
6/8
-আংশিক পেমেন্ট এড়াতে হবে। ইএমআই বা বকেয়ার টাকা পুরো শোধ করতে হবে।-ক্রেডিট কার্ড লিমিটের ৩০ শতাংশ বা তার কম ব্যবহার করলে ক্রেডিট স্কোর ভাল থাকে।
advertisement
7/8
-খুব প্রয়োজন পড়লে তবেই নতুন ক্রেডিটের জন্য আবেদন করা উচিত। অল্প সময়ে একাধিক আবেদন ক্রেডিট স্কোরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।-পুরনো ক্রেডিট অ্যাকাউন্ট বন্ধ করা উচিত নয়। বিশেষ করে গ্রাহক যেগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন।
advertisement
8/8
বছরে অন্তর একবার ক্রেডিট রিপোর্ট চেক করতে হয়। কোনও অসঙ্গতি থাকলে অবিলম্বে জানাতে হবে ব্যাঙ্ককে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ভাল Credit Score মানে কত? ক্রেডিট স্কোর ভাল রাখার উপায়গুলো কী কী? বিস্তারিত জানালেন বিশেষজ্ঞরা