TRENDING:

১০টি ব্যাঙ্ক সংযুক্তিকরণের জেরে কী ব্যাঙ্ক কর্মীদের ছাঁটাই করতে চলেছে সরকার ?

Last Updated:
নির্মলা সীতারমনের এই ঘোষণার পরই প্রতিবাদে সরব ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী-আধিকারিকরা।
advertisement
1/4
১০টি ব্যাঙ্ক সংযুক্তিকরণের জেরে কী ব্যাঙ্ক কর্মীদের ছাঁটাই করতে চলেছে সরকার ?
ব্যাঙ্ক জাতীয়করণের পর ব্যাঙ্কিং ক্ষেত্রে সবচেয়ে বড় সংস্কার। দেশের মোট ২৭টি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিশে গিয়ে হচ্ছে ১২টি ব্যাঙ্ক। এর মধ্যে দশটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিশে ৪টি ব্যাঙ্কে পরিণত হচ্ছে। সংযুক্তিকরণে কোনও কর্মী ছাঁটাই হবে না বলেই দাবি অর্থমন্ত্রীর। যদিও নির্মলা সীতারমনের এই ঘোষণার পরই প্রতিবাদে সরব ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী-আধিকারিকরা।
advertisement
2/4
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক -- খুব তাড়াতাড়ি মুছে যাবে পরিচিত এইসব নাম। থেকে যাবে হাতে গোণা কয়েকটি। ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিশিয়ে ১২টি ব্যাঙ্ক তৈরির সিদ্ধান্ত মোদি সরকারের ৷
advertisement
3/4
তবে মার্জারের জেরে কর্মীদের চিন্তার কোনও কারণ নেই বলে জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৷ তিনি জানিয়েছেন সংযুক্তিকরণের জেরে কোনও ব্যাঙ্ক কর্মীর ছাঁটাই হবে না ৷
advertisement
4/4
সীতারমণ জানিয়েছেন ব্যাঙ্কগুলিকে আর্থিক সাহায্য করা হবে ৷ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে সরকারের তরফে ৩৮০০ কোটি টাকার সাহায্য করা হবে ৷ ইউকো ব্যাঙ্কে ২১০০ কোটি টাকা, ইউনাইটেড ব্যাঙ্কে ১৬০০ কোটি টাকা, পিএনবি ব্যাঙ্কে ১৬০০০ কোটি টাকা, ব্যাঙ্ক অফ বরোদায় ৭০০০ কোটি টাকা, কানাড়া ব্যাঙ্কে ৬৫০০ কোটি টাকা ও ইউনিয়ন ব্যাঙ্কে ১১৭০০ কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে সরকার ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
১০টি ব্যাঙ্ক সংযুক্তিকরণের জেরে কী ব্যাঙ্ক কর্মীদের ছাঁটাই করতে চলেছে সরকার ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল