TRENDING:

মেটাতে হবে না ২০ হাজার কোটির কর, ভারত সরকারের বিরুদ্ধে মামলায় জিতল Vodafone

Last Updated:
২০১২ সালে সুপ্রিম কোর্টও এই মামলায় ভোডাফোনের পক্ষেই রায় দিয়েছিল৷ কিন্তু সেবছরই নিয়ম বদলে ফেলে ভোডাফোনের কাছে ফের ওই অধিগ্রহণ বাবদ কর দাবি করে ভারত সরকার৷
advertisement
1/5
মেটাতে হবে না ২০ হাজার কোটির কর, ভারত সরকারের বিরুদ্ধে মামলায় জিতল Vodafone
পুরনো কর মামলায় আন্তর্জাতিক আরবিট্রেশন আদালতে বড় জয় পেল ভোডাফোন৷ যার ফলে ভারত সরকারের দাবি মতো প্রায় ২০ হাজার কোটি টাকার কর আর মেটাতে হবে না টেলিকম সংস্থাকে৷ উল্টে আইনি খরচ বাবদ ভারত সরকারকে ভোডাফোনকে ৪০ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷ Photo-AFP
advertisement
2/5
সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্সের দাবি, দ্য হেগ-এর আন্তর্জাতিক আরবিট্রেশন ট্রাইবুনাল নিজেদের রায়ে জানিয়েছে, ভারত সরকার যেভাবে ভোডাফোনের উপরে কর চাপানোর চেষ্টা করেছে, তা ভারত এবং নেদারল্যান্ডসের মধ্যে থাকা বিনিয়োগ চুক্তির পরিপন্থী৷
advertisement
3/5
ভোডাফোন এবং ভারত সরকারের অর্থ মন্ত্রকের তরফে এখনও এই রায়ের বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷ ভারতের দাবি অনুযায়ী, ১২ হাজার কোটি টাকার সুদ এবং ৭৯০০ কোটি টাকা জরিমানা মেটাতে হত ভোডাফোনকে৷ ২০০৭ সালে ভারতে হাচিসন হোয়ামপোয়া টেলিকম সংস্থার যাবতীয় ব্যবসা এবং সম্পত্তি অধিগ্রহণ করে নেওয়ার জন্য এই বিপুল পরিমাণ কর দাবি করেছিল ভারত সরকার৷ যদিও এই দাবির বিরোধিতা করেছিল ভোডাফোন৷
advertisement
4/5
২০১২ সালে সুপ্রিম কোর্টও এই মামলায় ভোডাফোনের পক্ষেই রায় দিয়েছিল৷ কিন্তু সেবছরই নিয়ম বদলে ফেলে ভোডাফোনের কাছে ফের ওই অধিগ্রহণ বাবদ কর দাবি করে ভারত সরকার৷ ২০১৪ সালে ভারত সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় এই টেলিকম সংস্থা৷ এই মুহূর্তে আন্তর্জাতি আর্বিট্রেশন আদালতে ভারতের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা চলছে৷
advertisement
5/5
অন্য একটি মামলাতেও এ মাসের শুরুতেই সুপ্রিম কোর্টেও স্বস্তি পেয়েছে ঋণে জর্জরিত ভোডাফোন৷ কারণ সরকারকে এজিআর বা অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ বাবদ বকেয়া মেটানোর জন্য টেলিকম সংস্থাগুলিকে দশ বছর সময় দিয়েছে দেশের শীর্ষ আদালত৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মেটাতে হবে না ২০ হাজার কোটির কর, ভারত সরকারের বিরুদ্ধে মামলায় জিতল Vodafone
Open in App
হোম
খবর
ফটো
লোকাল