TRENDING:

Paytm-মালিকের স্বপ্নের উত্থান, স্বপ্নের নয়! পরিশ্রমের...

Last Updated:
advertisement
1/7
Paytm-মালিকের স্বপ্নের উত্থান, স্বপ্নের নয়! পরিশ্রমের...
Paytm নামটার সঙ্গে ভারতবাসী এখন পরিচিত৷ ১০০০ কোটি মার্কিন ডলারের মার্কেট ভ্যালুর এই সংস্থাটির জন্ম কিন্তু একেবারেই পুরনো নয়৷ ২০১০ সালে৷ নিঃসন্দেহে একটি সফল স্টার্ট-আপের নাম বিজয় শেখর শর্মা৷ ব্যবসার দুনিয়ায় তিনি আপাতত অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব৷ ছবি সৌজন্য: গুগল
advertisement
2/7
ছোট থেকেই মেধাবী ছিলেন বিজয়শেখর৷ মাত্র ১৪ বছর বয়সে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সফল৷ তারপর কলেজের গণ্ডি৷ স্কুলে বরাবর ফার্স্ট হয়েছেন তিনি৷ কিন্তু মুশকিল একটাই, ইংরেজিটা জানতেন না৷ দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে বেজায় বিপদে পড়লেন তিনি৷ সারা জীবন হিন্দিতেই পড়াশোনা৷ তাই ঠিক করলেন, ইংরেজি শিখতেই হবে৷ শুরু হল আরেক লড়াই৷ ভাষার বাধায় ফার্স্ট বেঞ্চের ছেলে চলে গেল শেষ বেঞ্চে৷ গ্রেড নামতে লাগল৷ ছবি সৌজন্য: গুগল
advertisement
3/7
কিন্তু ওই 'হাল ছেড়ো না বন্ধু...৷' হাল ছাড়েননি বিজয়শেখর৷ কলেজ যাওয়া বন্ধ করে নিজেই কিছু একটা করার চেষ্টা শুরু করলেন বিজয়৷ ইংরেজি বলতে পারেন না৷ ফলে স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটির জিনিয়াসদের জীবনী পড়া শুরু করলেন৷ শুনেছিলেন, ওই ইউনিভার্সিটিতেই ইয়াহু-র জন্ম৷ শুরু করলেন নিজের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা৷ তখন একটি এমএনসি-তে চাকরিও করছেন বিজয়৷ এর কিছু মাস পরেই কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে খুলে ফেললেন নিজের কোম্পানি৷ কলেজের পরীক্ষাতেও পাস করলেন৷ ছবি সৌজন্য: গুগল
advertisement
4/7
এই সময়টা মারাত্মক চাপের মধ্যে বিজয়৷ কোম্পানি খুলে প্রায় দেউলিয়া৷ টাকা না-পেলে জীবনটাই আর চলবে না৷ পাগলের মতো ফান্ড খুঁজতে শুরু করলেন বিজয়৷ দিল্লিতে কাশ্মীরি হস্টেলে থাকতেন তিনি৷ পয়সার জন্য মিল বাদ দিতেন, হেঁটে যেতেন মাইলের পর মাইল৷ ছবি সৌজন্য: গুগল
advertisement
5/7
ভাগ্য খানিকটা সদয় হল যখন ফান্ড জোগাড় করে One97 সংস্থাটি চালু করতে পারলেন৷ Paytm-এর মাদার কোম্পানি৷ ২০১১ সালে পেমেন্ট অ্যাপ-এর পরিকল্পনা করলেন৷ সংস্থার বোর্ড বিজয় শেখরের এই পরিকল্পনাকে একেবারেই বিশ্বাস করতে পারল না৷ বিজয়ের কথায়, 'আমি একশো বছরের জন্য একটি সংস্থা তৈরির কথা ভেবেছিলাম৷' ছবি সৌজন্য: গুগল
advertisement
6/7
নিজের হাতে ১ শতাংশ শেয়ার রাখলেন, ২০১১ সালে যার মূল্য ছিল ২০ লক্ষ মার্কিন ডলার৷ বোর্ডকে বললেন, 'বাকি সব তোমাদের৷ আমি আমার অংশটুকু বাজি লাগাচ্ছি৷ তুমি পারবে না, সবাই বললে, সেই কাজ করার মধ্যে একটা মজা আছে৷' ছবি সৌজন্য: গুগল
advertisement
7/7
এই ভাবেই জন্ম হল Paytm-এর৷ মোবাইলেই টাকার লেনদেন৷ ডিজিটাল ভারতের বিপ্লব৷ ছবি সৌজন্য: গুগল
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Paytm-মালিকের স্বপ্নের উত্থান, স্বপ্নের নয়! পরিশ্রমের...
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল