Vehicles: দেড় হাজারে বাইক, ২৪ হাজারে অল্টো, ৭০ হাজারে বোলেরো! কিনতে চান? শুধু এই কাজটা করুন...
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Vehicles: তবে কোনও শোরুম, গাড়ি কোম্পানি বা ডিলার এই দামে গাড়ি বিক্রি করছে না। হচ্ছে না লোহা-লক্কড়ের দোকানের কথাও। তাহলে?
advertisement
1/7

দেড় হাজার টাকায় বাইক! ২৪ হাজার টাকায় অল্টো কার! ৩৫ হাজার টাকায় ট্রাক! হ্যাঁ, এই দামেই মিলবে। ভাবছেন, এমন আবার হয় না কি! এই টাকায় তো গাড়ির পার্টসও হবে না। ঘনাদার মতো গুলগপ্পো বুঝি? একদমই নয়। একেবারে জলের দরেই মিলছে বাইক থেকে চারচাকা গাড়ি, এমনকী ট্রাক, বাস পর্যন্ত।
advertisement
2/7
তবে কোনও শোরুম, গাড়ি কোম্পানি বা ডিলার এই দামে গাড়ি বিক্রি করছে না। হচ্ছে না লোহা-লক্কড়ের দোকানের কথাও। তাহলে? আসলে বাজেয়াপ্ত গাড়ি নিলামে তুলছে আবগারি দফতর। তাতেই এই দাম নির্ধারণ করা হয়েছে। ২৮ ডিসেম্বর এই সব গাড়ির নিলাম হবে গোপালগঞ্জে।
advertisement
3/7
চলতি ডিসেম্বর মাসে দ্বিতীয়বার নিলামের আয়োজন করেছে আবগারি বিভাগ। মোট ১৬৪টি গাড়ির তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাইক, গাড়ি, বলেরো, পিকআপ, ট্রাক এবং বাস। যে কেউ এই নিলামে অংশগ্রহণ করতে পারেন।
advertisement
4/7
জানা গিয়েছে, ২৮ ডিসেম্বর আবগারি বিভাগের পরিচালনায় কালেক্টরেটের কৌশল বিকাশ কেন্দ্রে নিলামের আয়োজন করা হচ্ছে। উপস্থিত ক্রেতারা বিডিং করবেন। যিনি বেশি দর দেবেন, তাঁর হাতেই গাড়ি তুলে দেওয়া হবে। নিলামে অংশগ্রহণের জন্য আগে থেকে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা শেষ হচ্ছে ২৫ ডিসেম্বর।
advertisement
5/7
নিলামে অংশগ্রহণের জন্য আবেদনের প্রক্রিয়াও খুব সহজ। মদ নিষেধাজ্ঞা বা আবগারি বিভাগের সুপারিটেন্ডেন্ট অমৃতেশ কুমার জানিয়েছেন, যিনি গাড়ি কিনতে চান, তাঁকে বিভাগের নির্ধারিত দামের ২০ শতাংশ টাকা ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে বা আবগারি বিভাগের অফিসে জমা দিতে হবে। তাহলেই তিনি নিলামে অংশগ্রহণ করতে পারবেন।
advertisement
6/7
নিলামে বাইক, গাড়ি বা ট্রাক একেবারে জলের দরেই মিলছে। আবগারি বিভাগের পক্ষ থেকে যে দাম রাখা হয়েছে তাতে চমকে গিয়েছেন অনেকেই। রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে দামের তালিকা। অনেকেই নিলামে যেতে ইচ্ছুক।
advertisement
7/7
আবগারি বিভাগের পক্ষ থেকে ১৬৪টি গাড়ির তালিকা প্রকাশ করা হয়েছে। বাইকের দাম রাখা হয়েছে ১৫০০ টাকা। অল্টো গাড়ির দাম শুরু হচ্ছে ২৪ হাজার টাকা থেকে। আবার, বলেরো এবং লাক্সারি গাড়ির দাম ৭০ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে। ট্রাকের দাম শুরু হচ্ছে ৩৫ হাজার টাকা থেকে। ব্যস, আর কী! এখন শুধু নিলামে গিয়ে পছন্দ মতো গাড়ি কিনে ফেললেই হবে। এমন সুযোগ আর মিলবে না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Vehicles: দেড় হাজারে বাইক, ২৪ হাজারে অল্টো, ৭০ হাজারে বোলেরো! কিনতে চান? শুধু এই কাজটা করুন...