Vegetable Price Hike: পুজোর মুখে পুড়ছে পকেট! হু হু করে সবজির দাম বাড়ছে, নাজেহাল বঙ্গবাসী! কত যাচ্ছে কীসের রেট? জানুন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Vegetable Price Hike: বাজারে সবজির দাম অগ্নিমূল্য, চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে। ৪০-৫০ টাকার নীচে কোনও সবজি নেই বাজারে। অতিরিক্ত বৃষ্টির কারণেই সবজির এমন মূল্যবৃদ্ধি বলে দাবি ব্যবসায়ীদের।
advertisement
1/5

পুজোর মাসে কেমন রয়েছে জলপাইগুড়ির বাজার? আম জনতা বলছে লঙ্কার ঝাঁজে হিমশিম !জলপাইগুড়ির বাজারে কাঁচালঙ্কা কিলোপ্রতি ১২০ টাকা। দাম এমনই যে ক্রেতারা লঙ্কা হাতে তুলতেই ভয় পাচ্ছেন। ঝাল যেমন বাড়ছে, তেমনি দামেও আগুন। সাধারণের রান্নাঘরে টান পড়ছে স্বাভাবিক মসলা খরচে।
advertisement
2/5

বেগুন-টমেটোর আকাশছোঁয়া দাম। বেগুন কিলোপ্রতি ৮০ টাকা, টমেটো ১২০ টাকা। প্রতিদিনের রান্নায় যে সবজি অপরিহার্য, তারই এখন হাহাকার। ফলনে ঘাটতি থাকায় বাজারে যোগান কম। ফলে দাম ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে।
advertisement
3/5
পটল কিলো ১০০ টাকা, শসা ৮০ টাকা। গরমে এই দুই সবজির চাহিদা থাকে তুঙ্গে। কিন্তু সরবরাহে ঘাটতির কারণে মিলছে না সহজে। যা মিলছে তাও কিনতে হচ্ছে অনেক বাড়তি দামে।
advertisement
4/5
ফুলকপির রেকর্ড দাম শীতকালীন সবজি হলেও এখন ফুলকপি কিলো ১৫০ টাকা। অসাধারণ চাহিদার বিপরীতে সরবরাহ কম। তাই দাম ছুঁয়েছে রেকর্ড স্তর। অভিযোগ, পাইকারি বাজার থেকেই বাড়তি দামে বিক্রি হচ্ছে।
advertisement
5/5
আবহাওয়াকে দায়ী করছেন বিক্রেতারা ভারী বৃষ্টি আর মাঝেমধ্যে তীব্র গরম দুটোই ভোগাচ্ছে কৃষকদের। সবজি চাষে মিলছে না সঠিক আবহাওয়া। ফলনে বড়সড় ধাক্কা খেয়েছে কৃষক সমাজ। তারই প্রভাব পড়ছে জলপাইগুড়ির বাজারে, ভুগছে ক্রেতারা!
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Vegetable Price Hike: পুজোর মুখে পুড়ছে পকেট! হু হু করে সবজির দাম বাড়ছে, নাজেহাল বঙ্গবাসী! কত যাচ্ছে কীসের রেট? জানুন