Money: সংসার খরচ ৫০ হাজার টাকা? পাঁচ বছর পর সংসার চালাতে কত ব্যয় হবে ? দেখে নিন হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Money: আজ যে দামে কোনও পণ্য বা পরিষেবা মিলছে, ভবিষ্যতে সেই পণ্য কিনতে বা পরিষেবা পেতে আরও বেশি টাকা খরচ করতে হবে।
advertisement
1/6

প্রতি মাসে খরচখরচার একটা বাজেট করতেই হয়। নাহলে কোথায় কত টাকা খরচ হল বোঝা মুশকিল। ব্যয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুদ্রাস্ফীতি। সহজ কথায় এর মানে হল, সময়ের সঙ্গে সঙ্গে খরচ বাড়বে। আজ যে দামে কোনও পণ্য বা পরিষেবা মিলছে, ভবিষ্যতে সেই পণ্য কিনতে বা পরিষেবা পেতে আরও বেশি টাকা খরচ করতে হবে। এটাই ব্যয়ের উপর মুদ্রাস্ফীতির প্রভাব।
advertisement
2/6
দেশের গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ৫.৩৪ শতাংশ। শহরাঞ্চলে মুদ্রাস্ফীতির হার ৪.৩৮ শতাংশ। ২০২৪ সালের মার্চ মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার কমে হয়েছে ৪.৭৫ শতাংশ।
advertisement
3/6
এখন যদি কোনও ব্যক্তির ৫০ হাজার টাকা মাসিক খরচ হয়, তাহলে ৫ বছর পর সংসার চালাতে তাঁর কত টাকা খরচ হবে? এর যদি মোটামুটি হিসেব করা হয় তাহলে অবাক হতে হবে। এখানে মুদ্রাস্ফীতি ক্যালকুলেটরের মাধ্যমে কত খরচ বাড়তে পারে দেখে নেওয়া যাক।
advertisement
4/6
মুদ্রাস্ফীতি ক্যালকুলেটর অনুযায়ী, প্রতি মাসে সংসার চালাতে কারও যদি ৫০ হাজার টাকা খরচ হয়, তাহলে ৫ বছর পর ৪.৭৫ শতাংশ মুদ্রাস্ফীতি ধরে, সংসার চালাতে ৬৩,৮১৪.০৮ টাকা খরচ করতে হবে। অর্থাৎ এক ধাক্কায় প্রতি মাসে ১৩ হাজার টাকা খরচ বেড়ে যাবে। অর্থাৎ খরচের ক্ষেত্রগুলো একই থাকবে কিন্তু মাসিক ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। মাত্র পাঁচ বছরের ফারাকে এই পরিমাণ ব্যয় বৃদ্ধি সামলাতে হবে।
advertisement
5/6
১০ বছরের হিসেবের দিকে তাকালে মুদ্রাস্ফীতি আরও বাড়বে। মুদ্রাস্ফীতি ক্যালকুলেটর অনুযায়ী, ৪.৭৫ শতাংশ মুদ্রাস্ফীতির হারে আজ ৫০ হাজার টাকা দিয়ে কেনা পণ্য বা পরিষেবার দাম ১০ বছর পর ৮১,৪৪৪.৭৩ টাকা হতে চলেছে। অর্থাৎ ৩১ হাজার টাকা বৃদ্ধি। পাঁচ বছরে যে বৃদ্ধি ১৩ হাজার ছিল, দশ বছরে তা দ্বিগুণের বেশি বেড়ে ৩১ হাজার টাকায় দাঁড়াতে চলেছে।
advertisement
6/6
এখানে বলে রাখা ভাল, বিনিয়োগের উপরেও মুদ্রাস্ফীতির প্রভাব পড়ে। রিটার্নের হার যদি মুদ্রাস্ফীতির হারের চেয়ে কম হয় তাহলে আদতে লোকসান। এমনটাই বলেন আর্থিক বিশেষজ্ঞরা। কারণ কষ্ট করে সঞ্চিত অর্থ মুদ্রাস্ফীতির হারকে টপকাতে না পারলে সেই বিনিয়োগ থেকে প্রাপ্ত অর্থকে লাভ বলে ধরা হয় না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money: সংসার খরচ ৫০ হাজার টাকা? পাঁচ বছর পর সংসার চালাতে কত ব্যয় হবে ? দেখে নিন হিসেব