আমেরিকায় গেলে ভারতের '১ লাখ' টাকা কত হয়ে যায় জানেন...? অবাক করবে 'ক্যালকুলেশন'!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
US Dollar Vs Indian Rupee: প্রায়ই বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, আচ্ছা মার্কিন মুলুকের ডলার আর আমাদের দেশের রুপি এই দুইয়ের মধ্যে পার্থক্য কত? ঠিক কত লাভ হতে পারে আমেরিকায় অর্থ উপার্জন? সেখানে বেড়াতে বা পড়াশোনার জন্য যেতে গেলেই বা ঠিক কত খরচ হতে পারে আপনার?
advertisement
1/14

ভারত ও আমেরিকার মুদ্রার তুলনা প্রায় হামেশাই ওঠে। পড়াশোনার কারণেই হোক বা পেশাগত কারণে, বহু ভারতীয় বসবাস করেন আমেরিকায়। আর সেই দেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক, বাণিজ্যিক সম্পর্কও অত্যন্ত গুরুত্বপূর্ণ। Image : News18
advertisement
2/14
তাই প্রায়ই বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে আচ্ছা মার্কিন মুলুকের ডলার আর আমাদের দেশের রুপি এই দুইয়ের মধ্যে পার্থক্য কত? ঠিক কত লাভ হতে পারে আমেরিকায় অর্থ উপার্জন? সেখানে বেড়াতে বা পড়াশোনার জন্য যেতে গেলেই বা ঠিক কত খরচ হতে পারে আপনার? Image : News18
advertisement
3/14
আর এই ভাবেই বার বার উঠে আসে ভারত ও আমেরিকার মুদ্রার তুলনা। আমরা সবাই জানি ভারতের মুদ্রার নাম রুপি। আবার প্রায় কারোরই অজানা নয় যে আমেরিকার মুদ্রাকে বলা হয় ডলার । অর্থাৎ আমেরিকায় কারেন্সি হিসেবে ব্যবহৃত হয় মার্কিন ডলার। Image : News18
advertisement
4/14
আচ্ছা বলুন তো ভারত থেকে ১ লক্ষ টাকা নিয়ে আমেরিকায় গেলে তার মূল্য কত হবে? অর্থাৎ ভারতীয় এক লাখ টাকার মূল্য ডলারে ঠিক কত হতে পারে কোনও আন্দাজ আছে আপনার? কী বলছে দুই দেশের মুদ্রার বর্তমান বিনিময় মূল্য? Image : News18
advertisement
5/14
আসুন, আজ এই প্রতিবেদনে খুঁজে নেওয়া যাক এই প্রশ্নের সঠিক উত্তর। বস্তুত, বেশ কিছুদিন যাবৎ টাকা বা রুপির দাম ডলারের তুলনায় কমছে। যার জেরে দুই দেশের মুদ্রার বিনিময় মূল্যতে আসছে বড় ফারাক।
advertisement
6/14
বর্তমান হিসেবে ভারতীয় টাকায় ১ মার্কিন ডলারের দাম ৮৮/৬৩ রুপি। সেই হিসেবে মতো ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে ১০০ মার্কিন ডলারের দাম এদেশে হবে ৮,৮৬২.৯১ ভারতীয় টাকার সমান।
advertisement
7/14
তাহলে এই হিসেবে মতো ১ লাখ টাকায় আপনি কত ডলার পাবেন বলুন দেখি? শুনলে চমকে উঠবেন যে আমাদের দেশের ১ লক্ষ রুপিতে আপনি মার্কিন মুলুকে পাবেন ১,১২৮.১৯ ডলার।
advertisement
8/14
এর থেকেই বোঝা যায় ভারতীয় রুপির চেয়ে মার্কিন ডলার বেশ অনেকটাই বেশি শক্তিশালী। আর তাই ভারতের ১ লক্ষ টাকা সেদেশে প্রায় মুহূর্তেই শেষ হয়ে যাবে। Image : News18
advertisement
9/14
আবার উল্টোদিকে আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে $১০০,০০০ আয় করেন, তাহলে আপনি ভারতে এলে রীতিমতো ধনী হয়ে যাবেন! আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেশ মোটা অঙ্কের টাকায় ভরে যাবে মুহূর্তের মধ্যে। ঠিক কেমন হবে হিসেবটি? Image : News18
advertisement
10/14
মার্কিন মুদ্রাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে, ১ মার্কিন ডলারের মূল্য প্রায় ৮৮.৬৩ ভারতীয় টাকা। তবে, ভারতে লেনদেন এবং মুদ্রা বিনিময়ের পরে, এর মূল্য সামান্য পরিবর্তিত হয়।
advertisement
11/14
এই হিসেব অনুযায়ী যদি কোনও ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ১০০,০০০ ডলার আনেন, তাহলে এই পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ ৬৭ হাজার টাকার সমান হবে।
advertisement
12/14
প্রসঙ্গত, এই পার্থক্য কেবল সংখ্যার বিষয় নয়, বরং দুটি দেশের অর্থনীতি, প্রয়োজন ও চাহিদা এবং বিশ্ববাজারের স্থিতিশীলতার সঙ্গেও সম্পর্কিত। আজ, ডলার বিশ্বের রিজার্ভ মুদ্রা, কিন্তু এটি সবসময় ছিল না। প্রথম দিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও সরকারী মুদ্রাই ছিল না।
advertisement
13/14
সেইসময় এই দেশের মানুষ লোকেরা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে তামাক পাতা, খোসা, শস্য বা জমির টুকরো ব্যবহার করত। সময়ের সঙ্গে সঙ্গে সোনা এবং রুপো বাণিজ্যের মাধ্যম হয়ে ওঠে।
advertisement
14/14
১৭৯২ সালে, মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ডলারকে তার জাতীয় মুদ্রা ঘোষণা করে। এই পরিবর্তন কেবল লেনদেন সহজতর করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি বিশ্বব্যাপী বাণিজ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি শক্তিশালী জায়গায় দিয়েছে ধীরে ধীরে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আমেরিকায় গেলে ভারতের '১ লাখ' টাকা কত হয়ে যায় জানেন...? অবাক করবে 'ক্যালকুলেশন'!