TRENDING:

Urfi Javed Income: যতই 'ট্রোল' হোক, উরফির একমাসের আয় শুনলে লজ্জা পাবেন দেশের বড়লোক ধনীরাও

Last Updated:
Urfi Javed Income : আপনি জেনে অবাক হবেন যে উরফি জাভেদের সম্পত্তি দেশের অনেক ধনী ব্যক্তির চেয়েও বেশি
advertisement
1/10
যতই 'ট্রোল' হোক, উরফির একমাসের আয় শুনলে লজ্জা পাবেন দেশের বড়লোক ধনীরাও
বিভিন্ন পোশাকের ছবিতে প্রায়ই ভাইরাল হন উরফি জাভেদ। তাঁকে নিয়ে নানারকম মিমও দেখা যায়। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে উরফি জাভেদের সম্পত্তি দেশের অনেক ধনী ব্যক্তির চেয়েও বেশি। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম উরফি জাভেদ)
advertisement
2/10
উরফির মোট সম্পত্তির পরিমাণ ১৭০ কোটি টাকা। উরফি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে প্রচুর টাকা আয় করে। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম উরফি জাভেদ)
advertisement
3/10
এছাড়া অনেক রিয়েলিটি শোতেও দেখা যায় তাঁকে। উরফির জন্ম ১৯৯৭ সালে লখনউতে। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম উরফি জাভেদ)
advertisement
4/10
তিনি সিন্টি মন্টেসরি থেকে তার স্কুলিং পেয়েছিলেন। উরফি জাভেদের আয়ের প্রধান উৎস বিজ্ঞাপন। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম উরফি জাভেদ)
advertisement
5/10
ইনস্টাগ্রামে তাঁর ৪০ লাখের বেশি ফলোয়ার রয়েছে। তাঁর রিল ও ছবি প্রায়ই খবরে আলোচনার বিষয় হয়ে ওঠে। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম উরফি জাভেদ)
advertisement
6/10
এই জনপ্রিয়তার কারণে তাঁর বিভিন্ন পোস্টের দরুণ প্রচুর টাকা পান। কয়েক লাখ ফলোয়ারও রয়েছে তাঁর।(ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম উরফি জাভেদ)
advertisement
7/10
জানা গিয়েছে, উরফির মাসিক আয় ১.৮ কোটি থেকে ২.২ কোটি টাকা। সিরিয়ালের প্রমোশোনে প্রতি এপিসোডে উপস্থিত হওয়ার জন্য তিনি ২৫ হাজার ৩০ হাজার টাকা চার্জ করেন। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম উরফি জাভেদ)
advertisement
8/10
বর্তমানে তিনি মুম্বাইয়ের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন। তাঁর একটি জিপ কম্পাস আছে, যার দাম প্রায় ২৫ লাখ টাকা। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম উরফি জাভেদ)
advertisement
9/10
উরফি রিয়েলিটি শো বিগ বস থেকে খ্যাতি পেয়েছিলেন। কিন্তু তাঁর অস্বাভাবিক 'ফ্যাশন' তাঁকে ভাইরাল করে দিয়েছে। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম উরফি জাভেদ)
advertisement
10/10
তবে বিগ বস-এ আসার আগে অনেক সিরিয়ালে হাজির হয়েছেন উরফি। তিনি দুর্গা, সাত ফেরে কি হেরা ফেরি, বেপান্নাহ, জিজি মা এবং ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়-এর মতো সিরিয়ালে কাজ করেছেন।(ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম উরফি জাভেদ)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Urfi Javed Income: যতই 'ট্রোল' হোক, উরফির একমাসের আয় শুনলে লজ্জা পাবেন দেশের বড়লোক ধনীরাও
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল