TRENDING:

UPS : ২৫ বছর চাকরি করলে লাম্পসাম কত টাকা পাবেন? ইউপিএস-এর ফর্মুলা অনুযায়ী দেখে নিন পুরো হিসাব

Last Updated:
প্রায় দুই দশক পর পেনশন সিস্টেমকে ঘষে মেজে ইউনিফায়েড পেনশন স্কিম বা ইউপিএস চালু করেছে মোদি সরকার। কিন্তু অবসরের পর কত টাকা পেনশন মিলবে সেটা বুঝতে পারছেন না অনেক কর্মীই। কেন্দ্র সরকারও এই বিষয়ে বিশদে কিছু জানায়নি।
advertisement
1/5
২৫ বছর চাকরি করলে লাম্পসাম কত টাকা পাবেন? UPS-এর ফর্মুলা অনুযায়ী দেখে নিন
২০০৪ সালে ওল্ড পেনশন সিস্টেম বাতিল করে দেয় কেন্দ্রীয় সরকার। লাগু হয় নিউ পেনশন স্কিম। তখন থেকেই লাখ লাখ কর্মী এবং কর্মীদের সংগঠন এর বিরোধিতা করে আসছে। প্রায় দুই দশক পর পেনশন সিস্টেমকে ঘষে মেজে ইউনিফায়েড পেনশন স্কিম বা UPS চালু করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু অবসরের পর কত টাকা পেনশন মিলবে সেটা বুঝতে পারছেন না অনেক কর্মীই। কেন্দ্র সরকারও এই বিষয়ে বিশদে কিছু জানায়নি। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী অবসরে একলপ্তে টাকা দেওয়ার দুটি সূত্রের কথা বলা হয়েছে।
advertisement
2/5
নির্দেশিকা থেকে জানা যাচ্ছে, অবসরের সময় কর্মচারীকে গ্র্যাচুইটি এবং এর সঙ্গে নির্দিষ্ট ফরমুলা অনুযায়ী লাম্পসাম পরিমাণ দেওয়া হবে। এখন প্রশ্ন হল, ২৫ বছর চাকরি করার পর একজন কর্মী ঠিক কত টাকা পেনশন পাবেন? সরকার এই বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও কর্মচারী সংগঠনগুলো বলছে, কর্মীর জমা করা পরিমাণ এবং তার উপর প্রাপ্ত সুদ সরকার আর ফেরত দেবে না।
advertisement
3/5
এর বদলে কেন্দ্র অবসর গ্রহণের সময় প্রাপ্ত একক পরিমাণের একটি সূত্র চালু করেছে। কেন্দ্র সরকারি কর্মীদের রাষ্ট্রীয় পরিষদের সেক্রেটারি শিবগোপাল মিশ্রকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট বলেন, “আমাদের দাবি ছিল কর্মীর জমা করা টাকার পুরোটা ফেরত দেওয়া হোক। তবে সরকার নির্দিষ্ট ফরমুলায় একমুঠো অর্থ দিতে সম্মত হয়েছে।’’
advertisement
4/5
গ্র্যাচুইটি হিসাবে কত টাকা মিলবে? মাসের ১৫ দিনের বেতনের ভিত্তিতে গ্র্যাচুইটি গণনা করা হয়। এর সূত্র হল, মোট পরিষেবাকে শেষ বেতন দিয়ে গুণ করা হয়। তারপর সেটা গুণ করা হয় ১৫ দিনে। শেষে ২৬ দিয়ে ভাগ করে যেটা মেলে তাই গ্র্যাচুইটি। একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। ধরা যাক, অবসর গ্রহণের সময় একজন কর্মীর শেষ বেতন ১.৩০ লাখ টাকা হয়। তিনি ২৫ বছর চাকরি করেছেন। তাহলে তাঁর মোট গ্র্যাচুইটি হবে ১৮.৭৫ লাখ টাকা। নতুন ফর্মুলায় লাম্পসাম কত টাকা মিলবে?
advertisement
5/5
ইউপিএসে লাম্পসামের জন্য একটি ফরমুলা চালু করেছে কেন্দ্র সরকার। এতে বলা হয়েছে, প্রত্যেক ৬ মাসে বেতনের ১০ শতাংশ যোগ করা হবে। এখন ধরা যাক একজন কর্মচারী ২৫ বছর কাজ করেছেন এবং পুরো মেয়াদে তাঁর গড় বেতন দাঁড়িয়েছে ৮০ হাজার টাকা। ২৫ বছরে ৫০টি অর্ধ-বছর রয়েছে। প্রত্যেক অর্ধ-বছরে ৮০ হাজার টাকা করে দেওয়া হবে। এখন এক অর্ধ-বছরে প্রাপ্ত মোট বেতনের ১০ শতাংশ হিসাব করলে দাঁড়াচ্ছে ৪৮ হাজার টাকা। এবার এটাকে ৫০ দিয়ে গুণ করলে মোট লাম্পসাম পরিমাণ দাঁড়াবে ২৪ লাখ টাকা। এখন যদি গ্র্যাচুইটি এবং লাম্পসাম যোগ করা হয়, তাহলে ২৪ লাখ টাকা এবং ১৮.৭৫ লাখ টাকা মিলে হবে ৪২.৭৫ লাখ টাকা। ২৫ বছর চাকরি করলে একজন ব্যক্তি অবসরে ৪২.৭৫ লক্ষ টাকা পাবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
UPS : ২৫ বছর চাকরি করলে লাম্পসাম কত টাকা পাবেন? ইউপিএস-এর ফর্মুলা অনুযায়ী দেখে নিন পুরো হিসাব
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল