UPI Payment: দেশ জুড়ে UPI বিভ্রাট! টাকা কেটে নিলেও যাচ্ছে যাচ্ছে না, মাথায় হাত ব্যবহারকারীদের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
UPI Payment: দেশ জুড়ে ইউপিআই বিভ্রাটের জেরে টাকা লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়ছেন বহু মানুষ। ইউপিআই মারফত টাকা পাঠাতে গিয়ে অনেকেই PhonePe, Google Pay, এবং Paytm-সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার কেন।
advertisement
1/5

দেশ জুড়ে ইউপিআই বিভ্রাটের জেরে টাকা লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়ছেন বহু মানুষ।
advertisement
2/5
ইউপিআই মারফত টাকা পাঠাতে গিয়ে অনেকেই PhonePe, Google Pay, এবং Paytm-সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার কেন। তবে অনেকেই শনিবার জানিয়েছেন, টাকা পাঠাতে গিয়ে ট্রানজ্যাকশন ফেইলিওর হচ্ছে।
advertisement
3/5
UPI লেনদেনেই মূলত সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। দুপুরেও প্রচুর মানুষ ইউপিআইয়ে টাকা লেনদেনের সমস্যার কথা জানিয়েছেন।
advertisement
4/5
UPI সংক্রান্ত সমস্যা নিয়ে সরকারি সংস্থা NPCI, একটি X পোস্টে বিভ্রাটের কারণ হিসাবে জানিয়েছে, "প্রযুক্তিগত সমস্যার জন্য আংশিক UPI লেনদেন ফেইল করছে। আমরা সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছি। এই অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী”।
advertisement
5/5
অনলাইন লেনদেন বিপুল ভাবে বর্তমানে ইউপিআইয়ের উপর নির্ভরশীল। তাই ইউপিআই লেনদেন সংক্রান্ত সমস্যার জেরেই অনলাইন লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়ছেন বহু মানুষ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
UPI Payment: দেশ জুড়ে UPI বিভ্রাট! টাকা কেটে নিলেও যাচ্ছে যাচ্ছে না, মাথায় হাত ব্যবহারকারীদের