হাতে টাকা নেই? ইউপিআই ক্রেডিট ব্যবহার করে পেমেন্ট করুন, কীভাবে দেখুন বিস্তারিত
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
How to make payments using credit on UPI: গ্রাহককে ইউপিআই প্ল্যাটফর্মে গিয়ে ক্রেডিট সীমা ঠিক করতে হবে। অর্থাৎ তিনি কত টাকা ধার চান, সেটা আগেই ঠিক করে রাখতে হবে। ধার শোধ করার জন্য এক মাস সময় পাবেন গ্রাহক।
advertisement
1/6

মাসের শেষে টানাটানি? চিন্তা নেই। ধার করে টাকা মেটানোর সুযোগ এনে দিল ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই। ২০২৩ সালের সেপ্টেম্বরে ইউপিআই ইকোসিস্টেমের মধ্যে থাকা ব্যাঙ্কগুলিকে এভাবে টাকা দেওয়ার অনুমতি দিয়েছে আরবিআই। এই উদ্যোগের লক্ষ্য হল, লেনদেনের খরচ কমানো এবং ভারতীয় বাজারের জন্য তৈরি আর্থিক পণ্যগুলির বিকাশে উৎসাহ দেওয়া।
advertisement
2/6
ইউপিআই ক্রেডিট কীভাবে কাজ করে: গ্রাহককে ইউপিআই প্ল্যাটফর্মে গিয়ে ক্রেডিট সীমা ঠিক করতে হবে। অর্থাৎ তিনি কত টাকা ধার চান, সেটা আগেই ঠিক করে রাখতে হবে। ধার শোধ করার জন্য এক মাস সময় পাবেন গ্রাহক। টেক ফিনির সিওও অতীশ শেলার বলছেন, “এর ফলে গ্রাহক আর্থিক পরিকল্পনা করতে পারবেন। ব্যয় অনুযায়ী বড় কিছু কেনার সুযোগ পাবেন। শুধু তাই নয়, ইউপিআই-তে ক্রেডিট ব্যবহার করলে একাধিক ক্রেডিট কার্ড রাখার ঝামেলাও থাকবে না। ব্যাঙ্ক বা এটিএম থেকে নগদ তোলার প্রয়োজনও ফুরোবে”।
advertisement
3/6
ইউপিআই-এর সঙ্গে ক্রেডিট কার্ড লিঙ্ক করার সুবিধা: ইউপিআই-এর সঙ্গে ক্রেডিট কার্ড লিঙ্ক করলে শুধু লেনদেন সহজ হবে তাই নয়, প্রতিটা লেনদেনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। রিয়েল টাইম লেনদেনের বিজ্ঞপ্তিও চলে আসবে সঙ্গে সঙ্গে। এতে জালিয়াতির হাত থেকে রক্ষা পাবেন গ্রাহকরা। আর্থিক ব্যবস্থা পরিচালনাও সহজ হয়ে যাবে।
advertisement
4/6
আপাতত, Axis Bank, HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, PNB, এবং SBI ক্রেডিটে UPI অফার করে। সুবিধাটি BHIM, Google Pay, Paytm এবং Payzapp-এও উপলব্ধ।
advertisement
5/6
ইউপিআই-তে ক্রেডিট নিয়ে পেমেন্টের পদ্ধতি: প্রথমে পেমেন্টের জন্য ইউপিআই বাছতে হবে।এবার ক্রেডিট কার্ড লিঙ্ক করতে হবে ইউপিআই অ্যাকাউন্টের সঙ্গে। এর জন্য কার্ড নম্বর, মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং সিভিভি (কার্ড যাচাইকরণ মান) সহ ক্রেডিট কার্ডের তথ্য লিখতে হবে। এরপর কিছু ক্ষেত্রে ক্রেডিট কার্ডের এককালীন প্রমাণীকরণের প্রয়োজন হতে পারে, সম্ভবত নিবন্ধিত মোবাইল নম্বর বা ই-মেলে ওটিপি পাঠানো হবে।
advertisement
6/6
ক্রেডিট কার্ড লিঙ্ক হয়ে গেলে প্রতিটা পেমেন্টের জন্য ইউপিআই পিন লিখতে হবে। প্রথমবার ইউপিআই অ্যাকাউন্ট খোলার সময় গ্রাহক যে পিন দিয়েছিলেন সেই পিন এখানে লিখতে হবে।ইউপিআই পিন দিলেই নির্বিঘ্নে লেনদেন করা যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
হাতে টাকা নেই? ইউপিআই ক্রেডিট ব্যবহার করে পেমেন্ট করুন, কীভাবে দেখুন বিস্তারিত