Union Budget 2019: মিটল না প্রত্যাশা, দেখে নিন কত টাকা আয়ে দিতে হবে কত কর
Last Updated:
advertisement
1/9

প্রত্যাশা ছিল অনেক ৷ কিন্তু সবই পড়ল মুখ থুবড়ে ৷ মধ্যবিত্ত ও চাকরিজীবীদের ঝুলি রইল খালিই ৷ বাজেটে আয়কর স্ল্যাব রইল অপরিবর্তিত ৷ মিলল না কোনও ছাড় ৷ তবে উচ্চবিত্তদের আয়ে বসল সারচার্জ ৷
advertisement
2/9
শুক্রবার প্রথম পূর্ণ সময়ের অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন ৷ ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের ঘোষণা করেছেন তিনি ৷
advertisement
3/9
দেখে নেওয়া যাক নতুন আয়কর কাঠামোয় কত টাকা করছাড় পাবেন ৷ কত টাকাই বা বাদ যাবে মোট বার্ষিক আয় থেকে ৷
advertisement
4/9
শেষবার বাজেটে আয়কর স্ল্যাবের উর্ধ্বসীমা বাড়িয়ে করা হয়েছিল ৫ লক্ষ টাকা ৷ বছরে ৫ লক্ষ টাকা আয়ের জন্য কোনও আয়কর দিতে হবে না ৷
advertisement
5/9
১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে বর্তমানে বছরে ১ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা কর দিতে হত ৷ নতুন কাঠামোয় দিতে হবে ১ লক্ষ টাকা ৷ অর্থাত্ ১২ হাজার ৫০০ টাকা সেভিংস ৷
advertisement
6/9
১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে বর্তমানে কর দিতে হয় বছরে ২ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা৷ নতুন করে ২ লক্ষ ৫০ হাজার টাকা দিতে হবে৷ অর্থাত্ ১২ হাজার ৫০০ টাকা সেভিংস৷
advertisement
7/9
যাঁদের করযোগ্য আয় ২ থেকে ৫ কোটি টাকা, তাঁদের আয়করের ওপর ৩ শতাংশ সারচার্জ দিতে হবে।
advertisement
8/9
৫ কোটি টাকার ওপর আয় হলে সারচার্জ ৭ শতাংশ ৷
advertisement
9/9
প্রত্যাশা ছিল অনেক কিন্তু মিটল না কিছুই ৷ এবারের বাজেটে মধ্যবিত্ত ও চাকুরিজীবিদের আয়কর সীমাকে ছুঁয়েই দেখল না মোদি সরকার ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2019: মিটল না প্রত্যাশা, দেখে নিন কত টাকা আয়ে দিতে হবে কত কর