TRENDING:

রিজার্ভেশন ছাড়াই স্লিপার কোচে ভ্রমণ, এ-ও কী সম্ভব? বেশিরভাগ যাত্রীই কিন্তু এই টিকিটের বিষয়ে জানেন না

Last Updated:
তবে আমচকা বা জরুরিকালীন পরিস্থিতিতে দূরপাল্লার ট্রেনে চেপে কোথাও যেতে হলে মুশকিলে পড়েন বহু যাত্রীই। কারণ পছন্দমতো কামরায় রিজার্ভেশন না পাওয়ার দরুন যাত্রাকালে বহু সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের।
advertisement
1/5
রিজার্ভেশন ছাড়াই স্লিপার কোচে ভ্রমণ, এ-ও কী সম্ভব? বেশিরভাগ যাত্রীই কিন্তু জানেন না
Story-Ruban Santha Kumar J: আমাদের দেশে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হল রেল। আসলে ট্রেনে চেপে দেশের যে কোনও প্রান্তেই পৌঁছে যাওয়া সম্ভব। ফলে প্রতিদিন রেলপথ দিয়ে যাতায়াত করেন লক্ষ লক্ষ মানুষ। তবে আমচকা বা জরুরিকালীন পরিস্থিতিতে দূরপাল্লার ট্রেনে চেপে কোথাও যেতে হলে মুশকিলে পড়েন বহু যাত্রীই। কারণ পছন্দমতো কামরায় রিজার্ভেশন না পাওয়ার দরুন যাত্রাকালে বহু সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের। এর আদর্শ সমাধান হিসেবে দক্ষিণ রেল বা সাদার্ন রেলওয়ে একটি ফেসিলিটি চালু করে তা কার্যকরও করে দিয়েছে। এই ফেসিলিটির নাম রিজার্ভড টিকিট।
advertisement
2/5
D-Reserved Ticket ঠিক কী? এটি একটি বিশেষ টিকিট ফেসিলিটি। যাত্রীরা রিজার্ভ করা ট্রেনের কামরায় ভ্রমণ করার জন্য এই টিকিট ব্যবহার করতে পারবেন। অর্থাৎ স্লিপার অথবা এসি কামরায় যাতায়াতের জন্য ব্যবহার করা যাবে এই টিকিট। যদিও তার জন্য কোনও রিজার্ভেশনও করাতে হবে না। রেগুলার আনরিজার্ভড টিকিটের বিকল্প ছিল এটি। কিন্তু এই টিকিট মিলবে একটু চড়া দামে।
advertisement
3/5
এই টিকিটের মূল বৈশিষ্ট্য: ১. রিজার্ভেশন সম্ভব নয়। ২. ট্রেন ছাড়ার ঠিক এক ঘণ্টা আগে টিকিট পাওয়া যায়। ৩. নন-রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট কিনতে হবে। ৪. যে ট্রেনে যাত্রী ভ্রমণ করতে চাইছেন, সেই ট্রেনে একটি খালি আসন থাকতে হবে। নাহলে টিকিট পাওয়া যাবে না। ৫. সর্বোচ্চ ১০০ কিলোমিটার দূরত্ব পর্যন্তই ভ্রমণ করা যাবে।
advertisement
4/5
কীভাবে এটি কাজ করে? উদাহরণ হিসেবে বলা যায় যে, যদি একজন যাত্রী নেল্লাই থেকে চেন্নাই যাওয়ার জন্য কোল্লাম এক্সপ্রেসে একটি স্লিপার সিট বুক করেন, তাহলে কোল্লাম থেকে নেল্লাই পর্যন্ত কোনও আসন বা সিট খালি থাকতে হবে। এই আসনটি সেই যাত্রীই ব্যবহার করতে পারবেন, যিনি কোল্লাম থেকে নেল্লাইয়ে রিজার্ভ করা টিকিটের মাধ্যমে ভ্রমণ করতে চান। এর ফলে খালি আসনটি ব্যবহারের জন্য পাওয়া যায়। যা যাত্রীদের অতিরিক্ত সুবিধা প্রদান করে।
advertisement
5/5
সাদার্ন রেলওয়ের ৩৫টি ট্রেনে এই ফেসিলিটি বা সুবিধা পাওয়া যাবে। আধিকারিকরা বলেন যে, এই সুবিধা ভবিষ্যতে আরও সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। ট্রেনের টিকিট বুক করার আগে ট্রেনে রিজার্ভড সিট আছে কি না, সেটা বুঝতে হবে। যদি তা পাওয়া যায়, তাহলে আরও একটু টাকা দিয়ে ঝঞ্ঝাটহীন ভাবেই স্লিপার কামরায় ভ্রমণ করতে পারবেন যাত্রী।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
রিজার্ভেশন ছাড়াই স্লিপার কোচে ভ্রমণ, এ-ও কী সম্ভব? বেশিরভাগ যাত্রীই কিন্তু এই টিকিটের বিষয়ে জানেন না
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল