TRENDING:

Moneycontrol: মানিকন্ট্রোলের জয়যাত্রা অব্যাহত, শুধু অক্টোবর মাসেই ১০ কোটি ইউনিক ভিজিটার! তৈরি হল নয়া মাইলফলক

Last Updated:
Moneycontrol surpasses 10 crore unique visitors: অর্থনৈতিক খবরাখবর থেকে শুরু করে বাজার বিশ্লেষণ, বিনিয়োগের সাতসতেরো পাঠকের সামনে হাজির করে মানিকন্ট্রোল। আর এই সংক্রান্ত খবরের জন্য পাঠকের একমাত্র ভরসার জায়গাও যে মানিকন্ট্রোল-ই, সেটাও এই পরিসংখ্যান থেকে স্পষ্ট।
advertisement
1/9
১০ কোটি ইউনিক ভিজিটার! মানিকন্ট্রোলের জয়যাত্রা অব্যাহত, তৈরি হল নয়া মাইলফলক!
মানিকন্ট্রোলের মুকুটে নয়া পালক। পাঠক সংখ্যার দিক থেকে নয়া কীর্তি স্থাপন করল দেশের বিখ্যাত ব্যবসায়িক এবং আর্থিক খবরের ওয়েবসাইট। শুধু অক্টোবর মাসে ১০ কোটি ইউনিক ভিজিটর এসেছে মানিকন্ট্রোলে। গুগলের পরিসংখ্যান থেকে পাওয়া গিয়েছে এই তথ্য।
advertisement
2/9
অর্থনৈতিক খবরাখবর থেকে শুরু করে বাজার বিশ্লেষণ, বিনিয়োগের সাতসতেরো পাঠকের সামনে হাজির করে মানিকন্ট্রোল। আর এই সংক্রান্ত খবরের জন্য পাঠকের একমাত্র ভরসার জায়গাও যে মানিকন্ট্রোল-ই, সেটাও এই পরিসংখ্যান থেকে স্পষ্ট। উল্লেখ্য, মানিকন্ট্রোল নেটওয়ার্ক18 গ্রুপের অংশ।
advertisement
3/9
স্টক মার্কেটের যাবতীয় তথ্য, আর্থিক সরঞ্জাম, স্টক ও বাজারের উপর গভীর গবেষণা এবং এক্সক্লুসিভ ব্যবসায়িক খবরের জন্যই মানিকন্ট্রোল অন্য সবার থেকে এগিয়ে। বলা যায়, এ ক্ষেত্রে সে অপ্রতিরোধ্য। আন্তর্জাতিক ডিজিটাল মেজারমেন্ট সংস্থা কমস্কোর-এর পরিংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ইকোনমিক টাইমসের তুলনায় মানিকন্ট্রোলের পাঠক সংখ্যা ৩১ শতাংশ বেশি ছিল।
advertisement
4/9
দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল জগতে পাঠককে যুক্ত করার পাশাপাশি বিনিয়োগকারীদের চাহিদা ও প্রয়োজনীয়তা পূরণের অসাধারণ দক্ষতার কারণেই মানিকন্ট্রোলের এই জয়যাত্রা অব্যাহত রয়েছে। চলার পথে নিত্যনতুন মাইলফলকও অর্জন করে চলেছে এই প্রতিষ্ঠান।
advertisement
5/9
সম্প্রতি মানিকন্ট্রোল প্রো-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে, হয়ে উঠেছে ভারতের বৃহত্তম ডিজিটাল নিউজ সাবস্ক্রিপশন প্ল্যাটফর্ম। বিশ্বের প্রথম সারির সেরা ১৫টি ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্মের মধ্যে জায়গাও করে নিয়েছে মানিকন্ট্রোল প্রো। গ্রাহক সংখ্যার বিচারে ফিনান্সিয়াল টাইমস এবং চিনের কাইক্সিনের মতো শীর্ষ আন্তর্জাতিক আউটলেটগুলির সমান।
advertisement
6/9
পাঁচ বছর আগে আত্মপ্রকাশ করেছিল মানিকন্ট্রোল প্রো। কিন্তু বিশ্বমানের পরিষেবা এবং ইউজারদের চাহিদা মেটানোয় প্রতিষ্ঠান যে সবার চেয়ে এগিয়ে তা প্রমাণ করে দিয়েছে অল্প সময়ের মধ্যেই। কয়েক মাস অন্তর নতুন এবং অত্যাধুনিক ফিচার নিয়ে আসে মানিকন্ট্রোল প্রো, যা দক্ষ বিনিয়োগকারীদের বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতে সাহায্য করে। প্রতি মাসে ৭০ লাখ সক্রিয় ইউজার মানিকন্ট্রোল অ্যাপ ব্যবহার করেন, এই সংখ্যাটা প্রতিদিন বাড়ছে।
advertisement
7/9
নেটওয়ার্ক 18-এর চেয়ারম্যান আদিন জয়নুলভাই বলেন, “মানিকন্ট্রোল ভারতের শীর্ষস্থানীয় ডিজিটাল ফাইন্যান্স প্ল্যাটফর্ম হিসাবে নতুন উচ্চতায় পৌঁছেছে, এটা অসামান্য মাইলফলক।” সঙ্গে তিনি যোগ করেন, “এই প্রাপ্তি অত্যাধুনিক ডেটা টুল এবং পাঠাকের আস্থার প্রতিফলন, যা ইউজারদের আরও স্মার্ট বিনিয়োগ করতে সাহায্য করে।”
advertisement
8/9
শুধু পাঠক বা সাবস্ক্রিপশনের সংখ্যা বৃদ্ধি নয়, ইউজারদের সঙ্গে আত্মার সম্পর্ক গড়ে তোলাতেও মানিকন্ট্রোল সফল। কমস্কোর-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরে ইকোনমিক টাইমসের তুলনায় মানিকন্ট্রোলের পেজ ভিউ ৪০ শতাংশ বেশি ছিল। শুধু তাই নয়, এই সেক্টরের যে প্ল্যাটফর্মে পাঠকরা বেশি সময় কাটিয়েছেন সেটাও মানিকন্ট্রোলই। পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়েবসাইটে মাসে ৪০৭.৪৮ মিলিয়ন মিনিট সময় ব্যয় করেন পাঠকরা।
advertisement
9/9
মানিকন্ট্রোলের ম্যানেজিং এডিটর নলিন মেহতা বলেন, “এক মাসে ১০ কোটি মানুষ মানিকন্ট্রোল পড়েছেন, এটা তাঁদের আস্থার প্রতিফলন। এ থেকে কনটেন্টের গুণমান এবং আমাদের উপর খুচরো বিনিয়োগকারীদের কতটা বিশ্বাস রয়েছে, তা বোঝা যায়।”
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Moneycontrol: মানিকন্ট্রোলের জয়যাত্রা অব্যাহত, শুধু অক্টোবর মাসেই ১০ কোটি ইউনিক ভিজিটার! তৈরি হল নয়া মাইলফলক
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল