TRENDING:

Money Saving Tips: পুজোর পর পকেট গড়ের মাঠ? মাস শেষে অ্যাকাউন্ট শূন্য? চটপট জেনে নিন সাশ্রয়ের মোক্ষম উপায়!

Last Updated:
Money Saving Tips: অক্টোবর মাসে ছিল দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা সব। বাঙালির পকেট পুরো ফাঁকা। অ্যাকাউন্টে নেই একটি টাকাও। তবে, একটি মাস যদি টাকা বাঁচাতে চান এইভাবে সশ্রয় করতে পারেন।
advertisement
1/8
পুজোর পর পকেট গড়ের মাঠ? মাস শেষে অ্যাকাউন্ট শূন্য? চটপট জেনে নিন সাশ্রয়ের উপায়
অক্টোবর মাসে ছিল দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা সব। বাঙালির পকেট পুরো ফাঁকা। অ্যাকাউন্টে নেই একটি টাকাও। তবে, একটি মাস যদি টাকা বাঁচাতে চান এইভাবে সশ্রয় করতে পারেন। রইল সংসারের খরচ বাঁচানোর আরও কয়েকটি সহজ টোটকা-
advertisement
2/8
১- বাসি ভাতগুলি ফেলে না দিয়ে, ডিম, বিনস্‌, গাজর, ক্যাপসিকাম দিয়ে ভাতভাজা বানিয়ে নিতে পারেন। গরমের সময় আলুভাজা, মাছভাজা আর পেঁয়াজ দিয়ে পান্তা খেতেও মন্দ লাগে না। তেমনই একটু মাথা খাটালেই অনেক সাধারণ জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু খাবার। তাতে সময় বাঁচে, আবার খরচও কমে।
advertisement
3/8
২) রোজ একটি করে কলার বেশি খান না, তবে একসঙ্গে এক ডজন কলা কিনে রাখেন প্রায় সকলেই। বেশিদিন কলা রেখে দেওয়ার ফলে কলাগুলি কালো হয়ে যায়। দাম দিয়ে কলা কিনে ফেলে দেবেন? জানেন কি, কলা বেশি পেকে গেলে তা দিয়ে বেকিং ভাল হয়? কলা দিয়েই বানিয়ে ফেলুন কেক। এ ছাড়া রূপচর্চাতেও ব্যবহার করে নিতে পারেন পাঁকা কলা।
advertisement
4/8
২) যে কাজ প্রেশার কুকারে ১০ মিনিটে হয়ে যায়, তাতেই আমরা গ্যাস খরচ করে করি আধ ঘণ্টা ধরে। যে কোনও জিনিস সেদ্ধ করতে হলে প্রেশার কুকার ব্যবহার করাই ভাল।
advertisement
5/8
৩) বাজার থেকে ধনেপাতা, কারিপাতা কিনে আনার পর দিন কয়েকের মধ্যেই সেগুলি পচে যায়। তাই সেগুলিকে ধুয়ে কুচি করে জিপলক পাউচে ভরে ডিপ ফ্রিজে রাখতে পারেন। এতে দীর্ঘদিন ভাল থাকবে। এ ছাড়া টিস্যুতে জড়িয়ে লম্বা কোনও টিফিন কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিলেও অনেক দিন ভাল থাকবে সেগুলি।
advertisement
6/8
৪) সবজি কেটে তার খোসা আমরা ফেলে দিই। অথচ আলু, ঝিঙে, পটলের খোসা বেটে পেঁয়াজ-রসুন দিয়ে সুস্বাদু পদ হয়ে যায়। তাতে কয়েকটা কুচো চিংড়ি পড়লে তো কথাই নেই, স্বাদ বেড়ে যায় কয়েক গুণ।
advertisement
7/8
৫) হেঁশেলে মিক্সি, এয়ার ফ্রায়ার, ইলেকট্রিক কেটলি থাকলে ব্যবহারের পর অনেকেই বোর্ডের সুইচগুলি বন্ধ করতে ভুলে যান। ব্যবহার শেষে সব সময় সুইচ বন্ধ করার অভ্যাস করতে হবে।
advertisement
8/8
৬) বাড়িতে রোজ পিৎজ়া, পাস্তা তৈরি হয় না। অযথা সেগুলির জন্য শিশি শিশি সস্ কিনে বাড়িতে জমিয়ে রাখবেন না। পিৎজ়া, পাস্তা, চাউমিন বানানোর সময় বাড়িতেই সস্ বানিয়ে ফেলুন। এতে রান্নার স্বাদও বাড়বে আর সাশ্রয়ও হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Saving Tips: পুজোর পর পকেট গড়ের মাঠ? মাস শেষে অ্যাকাউন্ট শূন্য? চটপট জেনে নিন সাশ্রয়ের মোক্ষম উপায়!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল