TRENDING:

ঘরে বসেই চটজলদি লাখোপতি হওয়ার সেরা ৫ উপায়--

Last Updated:
advertisement
1/6
ঘরে বসেই চটজলদি লাখোপতি হওয়ার সেরা ৫ উপায়--
দশটা-পাঁচটা চাকরি করতে অসুবিধা? বা ভালবাসেন না কোনও নির্দিষ্ট রুটিনে নিজেকে বাঁধতে? কুছ পরোয়া নেহি ! বাড়িতে বসেই নানা রকম কাজ করে দশটা-পাঁচটা চাকরির থেকে বেশি রোজগার করুন-- Photo Source: Collected
advertisement
2/6
অনলাইন জরিপ- যেকোনও নতুন কোম্পানিই বাজারে নতুন প্রডাক্ট লঞ্চ করার আগে কিছু সমীক্ষা ও জরিপ চালিয়ে থাকে। এসব জরিপ যদিও ফিল্ড ওয়ার্কাররা ঘরে ঘরে গিয়ে সংগ্রহ করে, কিন্তু এগুলোকে গুছিয়ে ডেটাশিট তৈরি করা এবং কোম্পানির অফিসারদের কাছে জমা দেওয়ার কাজটা আউটসোর্স করা হয়। তাই ডেটাশিট তৈরি, বিভিন্ন চার্ট দেখে সেটার গ্রাফ বানিয়ে বাড়িতে বসেই আপনি প্রচুর টাকা রোজগার করতে পারেন। এছাড়া বাইরের দেশে এমন অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র জরিপের কাজটিই করে এবং নিজেদের তৈরি করা বিভিন্ন জরিপের তথ্য বিভিন্ন কোম্পানিকে বিক্রি করে । আপনি অনলাইনে তাদের সঙ্গেও কাজ করতে পারেন। Photo Source: Collected
advertisement
3/6
স্ক্রিন প্রিন্টিং- ইদানীং, কোটেশন লেখা টি শার্ট ফ্যাশনে ইন! কফির মাগে নিজের ছবিটা না থাকলে যেন মনে রোচে না! বালিশ থেকে দেওয়াল ঘড়ি... সবই এখন কাসটমাইজড ! আর এটা সম্ভব হয় স্ক্রিন প্রিন্টের কারনে। মাত্র ২-৩ দিনেই কাজ শিখে স্ক্রিন প্রিন্টিংয়ের ব্যবসা শুরু করা যায়। কলকাতা ও জেলায় এমন অনেক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেখানে নামমাত্র টাকায় স্ক্রিন প্রিন্টিং-এর টেকনোলজি শেখানো হয়। বাকিটা তো আপনার ক্রিয়েটিভিটি! প্রাথমিক পুঁজি লাগে পাঁচ হাজার টাকার মতো। Photo Source: Collected
advertisement
4/6
জিপিটি জব- জিপিটি অর্থাৎ 'গেট পেইড টু টাস্ক' অনেকটা অ্যাড পড়ার মতোই কাজ। অনলাইনে এই এরকম প্রচুর ওয়েবসাইট রয়েছে যারা এই ধরনের কাজ দিয়ে থাকে। Photo Source: Collected
advertisement
5/6
স্কুল প্রজেক্ট মেকার— হাতের কাজে ভাল হলে অনায়াসেই এই কাজটি করতে পারেন। স্কুল-কলেজ পড়ুয়াদের প্রজেক্ট বানানোর সময় থাকে না! টাকার বিনিময়ে আপনি সেগুলো করে দিন ! Photo Source: Collected
advertisement
6/6
পোডকাস্ট- এখনও আমাদের দেশে সেভাবে পরিচিত না হলেও, চাইলে আপনি বাড়িতে বসেই এই লাইনে কেরিয়ার শুরু করতে পারেন। প্রথমে জানতে হবে পোডকাস্ট আসলে কি। অনলাইনে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পাওয়া যায় যেখানে ছবির সঙ্গে সঙ্গে বিষয়টি সম্পর্কেও বিস্তারিত বর্ণনা করা হয়। এটাকেই পোডকাস্ট বলা হয়। শুধু অডিওর মাধ্যমে বর্ণনা করাকেও পোডকাস্ট বলে। এসব ক্ষেত্রে গ্রাহক তার প্রয়োজন বিস্তারিতভাবে জানিয়ে দেয় এবং সে অনুসারে অডিও বা ভিডিও রেকর্ড করা হয়। যেহেতু কথা বলে বুঝাতে হয় তাই একই সঙ্গে উপস্থাপনা এবং বুঝিয়ে বলায় দক্ষতা থাকা প্রয়োজন। Photo Source: Collected
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ঘরে বসেই চটজলদি লাখোপতি হওয়ার সেরা ৫ উপায়--
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল