SBI : সাবধান ! এই পরিষেবা বেশিদিন অব্যবহারেই সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে
Last Updated:
advertisement
1/6

বড় ব্যাঙ্কের বড় সিদ্ধান্ত ! পরিষেবায় গতিবেগ আনতে ও গ্রাহকদের উন্নত মাণের পরিষেবা দিতেই স্টেট ব্যাঙ্কের অ্যাপে অনেক পরিষেবা যোগ করেছে দেশের সব থেকে বড় ব্যাঙ্ক ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/6
এসবিআই সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে কার্ড যদি বেশিদিন ব্যবহার করা হয়ে থাকে তবে তা বন্ধ হয়ে যাবে সম্পূর্ণ রূপে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/6
SBI এর ওয়েবসাইট থেকে জানা গিয়েছে ৷ রেজিস্টার্ড মোবাইল থেকে SMS করতে হবে ৷ তাতে লিখতে হবে অ্যাক্টিভেট বা ডিলিট ৷ এমন করলেই পুরোপুরি সুরক্ষিত হয়ে যাবে এটিএম কার্ড ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/6
SMS করতে মেসেজ বক্সে গিয়ে টাইপ করতে হবে ‘SWON/SWOFFATM/POS/ECOM/INTL/DOM<space> XXXX’ এরপরে এসএমএস পাঠিয়ে দিন 09223966666 এই নম্বরে.(XXXX এই জায়গায় কার্ডের শেষ চারটি অক্ষর লিখতে হবে) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/6
এমন করার পরে কেউই কোনও ভাবেই আপনার কার্ড আর ব্যবহার করতে পারবেনা ৷ দেশিয় ও আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে আপনার কার্ড ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/6
তাই আর দেরি নয় ৷ এখনই জেনে নিন ৷ নিকটবর্তী এসবিআইয়ের শাখায় আরও জানতে পারবেন বিস্তারিত ৷ প্রতীকী ছবি ৷