TRENDING:

৬ দিনে ২৪ হাজার কোটি টাকার 'নিট মুনাফা'! কোন মন্ত্রে শেয়ার বাজারে ঝড় তুলল এই সংস্থা

Last Updated:
Oracle Financial Services Software(OFSS)-এর শেয়ার নিয়ে এখন খুবই আলোচনা চলছে। কারণ এরকমই কাণ্ড ঘটিয়ে ফেলেছে তারা।
advertisement
1/7
৬ দিনে ২৪ হাজার কোটি টাকার 'নিট মুনাফা'! শেয়ার বাজারে ঝড় তুলল এই সংস্থা
শেয়ার বাজারে টাকা লাগালে তা যে নিশ্চিত রিটার্ন দেবেই এমন কোনও নিশ্চয়তা নেই। কোন স্টক শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সমৃদ্ধ করবে তা বলা কঠিন শুধু নয়, প্রায় অসম্ভব। তবে অনেকখানি গবেষণা করলে এবং তার সঙ্গে পরিস্থিতি সহায়ক হলে ভবিষ্যৎ গণনা খানিকটা মেলানো যেতে পারে।
advertisement
2/7
Oracle Financial Services Software(OFSS)-এর শেয়ার নিয়ে এখন খুবই আলোচনা চলছে। কারণ এরকমই কাণ্ড ঘটিয়ে ফেলেছে তারা। গত ১৮ জানুয়ারি, শেয়ার বাজার বড়সড় পতনের মুখে পড়ে। প্রায় সমস্ত শেয়ারের অবস্থাই খারাপ হয়ে যায়। কিন্তু ঠিক সেই সময় এই স্টকটি ৩০ শতাংশ বৃদ্ধি মুখ দেখেছে। ১৯ জানুয়ারিও এই স্টক ৫ শতাংশ বৃদ্ধি রিপোর্ট করেছে।
advertisement
3/7
অর্থাৎ, এই শেয়ারটি গত দুই দিনে ৩৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এদের ব্যবসা চলছে ৬,৮৭০ টাকার কাছাকাছি।
advertisement
4/7
অনেক বিনিয়োগকারীই এতে অবাক। তাঁদের মনে প্রশ্ন জাগতে পারে, এই স্টকটি এতখানি বৃদ্ধি পেল কেন এবং কীকরে?
advertisement
5/7
দেখে নেওয়া যাক কিছু কারণ—গত ৬ দিনে এই শেয়ারের দাম ২,৮৪৬ টাকা বেড়েছে। গত ১১ জানুয়ারি, বৃহস্পতিবার যখন বাজার খোলে তখন Oracle Financial Services-এর শেয়ারের দাম ছিল ৪,৩২৭ টাকা। ১৯ জানুয়ারি, এই শেয়ারটির দাম দাঁড়িয়েছে ৭,১৭৩ টাকা। মাত্র ৬টি ট্রেডিং সেশনে, সংস্থার স্টক ২,৮৪৬ টাকা বেড়েছে, প্রায় ৬৫ শতাংশ রিটার্ন দিয়েছে।
advertisement
6/7
এই সময়ের মধ্যে কোম্পানির বাজারগত মূলধন বেড়েছে ২৪৬৫৬৪৫৮৪৬১৮ অর্থাৎ ২৪,০০০ কোটি টাকার বেশি। গত ১১ জানুয়ারি সংস্থাটির মার্কেট ক্যাপ ছিল প্রায় ৩৭৪৮৭১৭৩৪৯৪১ টাকা। এখন এই সংখ্যা দাঁড়িয়েছে ৬২১৪৩৬৩১৯৫৫৯ টাকায়।
advertisement
7/7
কীকরে ঘটল এমন ঘটনা—Oracle Financial Services Software (OFSS)-এর শেয়ারে এই পরিমাণ বৃদ্ধি সংস্থার ডিসেম্বর ত্রৈমাসিকের ফলাফল। সংস্থাটি এই ত্রৈমাসিকে ৪৩৭.৩ কোটি টাকার নিট মুনাফা অর্জন করেছে। অপারেশনাল রেভেন্যু ২৫.৯ শতাংশ বেড়ে ১৮২৩.৬ কোটি টাকা হয়েছে। যা গত আর্থিক বছরের একই ত্রৈমাসিকে ১৪৪৯.২ কোটি টাকা ছিল।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
৬ দিনে ২৪ হাজার কোটি টাকার 'নিট মুনাফা'! কোন মন্ত্রে শেয়ার বাজারে ঝড় তুলল এই সংস্থা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল