TRENDING:

প্রেশার কুকার প্রস্তুতকারক এই সংস্থা ফিক্সড ডিপোজিটে দিচ্ছে ব্যাঙ্কের থেকে বেশি সুদ

Last Updated:
অনেকেই জানেন না যে ব্যাঙ্ক ছাড়াও একাধিক সংস্থা রয়েছে যারা এফডি- করার সুবিধা দিয়ে থাকে ৷
advertisement
1/4
এই সংস্থা ফিক্সড ডিপোজিটে দিচ্ছে ব্যাঙ্কের থেকে বেশি সুদ
বিনিয়োগের জন্য ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটকে সবচেয়ে ভরসা যোগ্য হিসেবে মনে করেন সাধারণ মানুষ ৷ অনেকেই জানেন না যে ব্যাঙ্ক ছাড়াও একাধিক সংস্থা রয়েছে যারা এফডি- করার সুবিধা দিয়ে থাকে ৷ প্রেশার কুকার প্রস্তুককারক এই সংস্থা তিন বছরের জন্য এফডি করার সুবিধা দেয় ৷ দীর্ঘ সময়ের জন্য এফডি নেই এই সংস্থা ৷ বরং কম সময়ে বেশি রিটার্নের প্রস্তুতি দিয়ে থাকে সংস্থা ৷
advertisement
2/4
হকিংস প্রেশার কুকার ১৩ মাসের এফডি-তে ৭.৫ শতাংশ, ২৪ মাসের এফডি-তে ৭.৭৫ শতাংশ এবং ৩৬ মাসের এফডি-তে ৮ শতাংশ রিটার্ন দিচ্ছে ৷ এখানে এফডি-তে ন্যূনতম ২৫ হাজার টাকা বিনিয়োগ করতে হবে ৷ এছাড়া সুদের টাকা পাওয়ার জন্য দুটি বিকল্প সিলেক্ট করতে পারবেন ৷
advertisement
3/4
একটি ছ’মাসের প্ল্যান এবং অন্যটি কিউমেলেটিভ প্ল্যান ৷ ছ’মাসের প্ল্যানে আপনি বছরে ২ বার সুদের টাকা পাবেন ৷ কিউমেলেটিভ প্ল্যানে এফডি-র টার্ম এন্ডে আপনাকে এককালীন সুদের টাকা দেওয়া হবে ৷ বছরে ৫০০০ টাকার বেশি সুদ পেলে তাতে টিডিএস কাটা হবে ৷
advertisement
4/4
হকিংস কুকার তাদের এফডি রেটস লাগাতার কম করেছে ৷ ২০২০ সালে ৩ বছরের এফডি-তে সংস্থা ১০ শতাংশ সুদ দিচ্ছিল যা ২০২১ বছরে ৯ শতাংশ হয় এবং ২০২২ সালে তা কমে ৮ শতাংশ হয়ে গিয়েছে ৷ আরবিআই-এর তরফে জারি রেপো রেট বৃদ্ধি করার পরও হকিংস প্রেশার কুকার এফডি-র রেটে কোনও বদল করেনি ৷ অন্যান্য একাধিক ব্যাঙ্ক এফডি-র রেট বৃদ্ধি করলেও হকিংস কুকার এখনও এফডি-তে ব্যাঙ্কের থেকে বেশি সুদ দিচ্ছে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
প্রেশার কুকার প্রস্তুতকারক এই সংস্থা ফিক্সড ডিপোজিটে দিচ্ছে ব্যাঙ্কের থেকে বেশি সুদ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল