প্রতিদিন ৮৭ টাকা জমিয়ে মেয়াদ শেষে ১১ লাখ, এই পলিসি সম্পর্কে প্রত্যেক মহিলার জানা উচিত!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এটি নন-লিঙ্কড, ইনডিভিজুয়াল জীবন বিমা প্ল্যান। শুধুমাত্র মহিলারাই বিনিয়োগ করতে পারেন।
advertisement
1/9

মহিলাদের জন্য একাধিক স্কিম রয়েছে এলআইসি-র। কিছু স্কিমে বিশেষ অফারও দেওয়া হয়। ‘আধার শীলা পলিসি’ সেরকমই একটা স্কিম। প্রতিদিন মাত্র ৮৭ টাকা বিনিয়োগ করে মেয়াদ শেষে ১১ লাখ টাকা রিটার্ন পাওয়া যায়।
advertisement
2/9
সোজা কথায়, এই স্কিমে মহিলারা তাঁদের ক্ষুদ্র সঞ্চয়কে বড় রিটার্নে রূপান্তরিত করতে পারেন।
advertisement
3/9
ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হতে হলে, উপার্জনের পাশাপাশি বেশি করে বিনিয়োগ করতে হবে। আধার শীলা প্ল্যানে ঝুঁকি নেই বললেই চলে, সঙ্গে মেলে নিশ্চিত রিটার্ন। এটি নন-লিঙ্কড, ইনডিভিজুয়াল জীবন বিমা প্ল্যান। শুধুমাত্র মহিলারাই বিনিয়োগ করতে পারেন।
advertisement
4/9
এই প্ল্যানে মেয়াদপূর্তিতে নির্দিষ্ট অর্থ প্রদান করা হয়। পাশাপাশি মেয়াদ চলাকালীন পলিসি হোল্ডারের দুর্ভাগ্যজনক মৃত্যু হলে পরিবারকে দেওয়া হয় আর্থিক সহায়তা।
advertisement
5/9
শুধুমাত্র আধার কার্ড আছে এমন মহিলারাই এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। বয়স হতে হবে ৮ থেকে ৫৫ বছরের মধ্যে। পলিসির মেয়াদ ১০ থেকে ২০ বছর। দেখতে হবে ম্যাচুরিটির সময় মহিলার বয়স যেন ৭০ বছরের বেশি না হয়। যেমন যদি কোনও মহিলার ৫৫ বছর বয়স হয়, তাহলে তিনি ১৫ বছরের মেয়াদ বেছে নিতে পারেন। এই স্কিমে সাম অ্যাসিওর্ডের পরিমাণ ২ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত।
advertisement
6/9
এলআইসি আধার শীলা পলিসিতে প্রতিদিন ৮৭ টাকা বিনিয়োগ করে মেয়াদ শেষে ১১ লক্ষ টাকা পাওয়া যায়। এর জন্য বছরে ৩১,৭৫৫ টাকা প্রিমিয়াম দিতে হবে। অর্থাৎ ১০ বছর মেয়াদে মোট জমার পরিমাণ হবে ৩,১৭,৫৫০ টাকা।
advertisement
7/9
৭০ বছর বয়সে যদি কেউ সেই টাকা তুলতে চান তাহলে তিনি ১১ লক্ষ টাকা হাতে পাবেন। এই স্কিম জীবন বিমা কভারেজের পাশাপাশি মহিলাদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার সবচেয়ে সুবিধাজনক এবং কার্যকর উপায়।
advertisement
8/9
এই স্কিমের বিপরীতে ঋণও পাওয়া যায়। বিনিয়োগের একটা অংশ ঋণ হিসেবে ব্যবহারের সুযোগ দিয়েছে এলআইসি। তবে পলিসি কেনার তারিখ থেকে ৩ বছর পর ঋণের সুবিধা পাওয়া যাবে।
advertisement
9/9
মেয়াদ শেষের আগে পলিসি সারেন্ডার করলেও গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যাবে। তবে সেটা পলিসির মেয়াদ এবং বিনিয়োগকারীর নিশ্চিত পরিমাণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
প্রতিদিন ৮৭ টাকা জমিয়ে মেয়াদ শেষে ১১ লাখ, এই পলিসি সম্পর্কে প্রত্যেক মহিলার জানা উচিত!