TRENDING:

Bank Locker: ব্যাঙ্কের লকারে এই সব জিনিস রাখলেই মোটা টাকা জরিমানা, আপনি জানেন তো?

Last Updated:
কারে কী রাখা যাবে আর কী নয়, তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা রয়েছে। তার বাইরে কিছু রাখলে জরিমানা হতে পারে। তাই ব্যাঙ্কের লকারে কী কী রাখা যায় না, সেটা জেনে রাখা গুরুত্বপূর্ণ।
advertisement
1/7
ব্যাঙ্কের লকারে এই সব জিনিস রাখলেই মোটা টাকা জরিমানা, আপনি জানেন তো?
ব্যাঙ্কে লকার থাকার অনেক সুবিধা রয়েছে। কিন্তু অনেকেই জানেন না, লকার থাকলেই তাতে যা খুশি রাখা যায় না। বরং লকারে কী রাখা যাবে আর কী নয়, তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা রয়েছে। তার বাইরে কিছু রাখলে জরিমানা হতে পারে। তাই ব্যাঙ্কের লকারে কী কী রাখা যায় না, সেটা জেনে রাখা গুরুত্বপূর্ণ।
advertisement
2/7
প্রসঙ্গত বলে রাখা ভাল, লকার নিতে চাইলে ব্যাঙ্কের সঙ্গে গ্রাহককে চুক্তিবদ্ধ হতে হয়। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ৩১ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে সমস্ত লকার হোল্ডারকে এই চুক্তির আওতায় আনার জন্য ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে। এবার জেনে নেওয়া যাক ব্যাঙ্ক লকারে কী কী রাখা যায় না।
advertisement
3/7
কী রাখা যাবে না: ব্যাঙ্কের লকারে সাধারণত সেই সব জিনিসই রাখা হয়, যা গুরুত্বপূর্ণ এবং যেগুলোর নিরাপত্তা প্রয়োজন। যেমন গুরুত্বপূর্ণ নথি, সোনা বা হিরের গয়না এবং অন্যান্য জিনিস। এ জন্য লকারকে সেফ ডিপোজিট লকারও বলা হয়।
advertisement
4/7
তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, ব্যাঙ্ক লকার শুধুমাত্র বৈধ উদ্দেশ্যেই ব্যবহার করা যেতে পারে। গয়না, নথিপত্রের মতো মূল্যবান জিনিসপত্র এতে রাখা যায় কিন্তু নগদ অর্থ বা মুদ্রা লকারে রাখা যাবে না। এসবিআই-এর ওয়েবসাইট অনুযায়ী, শুধু নগদ অর্থ বা মুদ্রা নয়, ব্যাঙ্ক লকারে অস্ত্র, বিস্ফোরক বা মাদকের মতো জিনিসও রাখা যায় না।
advertisement
5/7
তালিকা এখানেই শেষ হচ্ছে না। আশ্চর্যের বিষয় হল, ব্যাঙ্ক লকারে কোনও পচা জিনিস রাখাতেও নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া কোনও তেজষ্ক্রিয় পদার্থ বা বেআইনি কোনও জিনিস যা ভারতীয় আইন অনুযায়ী নিষিদ্ধ, সেরকম কিছুও ব্যাঙ্ক লকারে রাখা যাবে না।
advertisement
6/7
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার নিয়মে স্পষ্ট করে দিয়েছে যে ব্যাঙ্ক বা তার গ্রাহকের কাছে হুমকি হতে পারে এমন কোনও জিনিস বা উপাদান ব্যাঙ্ক লকারে রাখা যাবে না।
advertisement
7/7
বলে রাখা ভাল, রিজার্ভ ব্যাঙ্কের লকারের নতুন নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কের গাফিলতির কারণে লকারে রাখা কোনও জিনিস নষ্ট হয়ে গেলে ব্যাঙ্ক দায়ী থাকবে। নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাও ব্যাঙ্কের দায়িত্ব।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Locker: ব্যাঙ্কের লকারে এই সব জিনিস রাখলেই মোটা টাকা জরিমানা, আপনি জানেন তো?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল