TRENDING:

Gold Investment: সোনায় প্রথমবার টাকা খাটানোর আগে মাথায় রাখুন এই কয়েক বিষয়!

Last Updated:
এই বিনিয়োগ করতে হবে কী করে? বিশেষ করে যাঁরা প্রথমবার সোনায় টাকা খাটানোর কথা ভাবছেন, তাঁরা কী কিনবেন?
advertisement
1/11
সোনায় প্রথমবার টাকা খাটানোর আগে মাথায় রাখুন এই কয়েক বিষয়!
সোনা কেনা ভারতের প্রাচীন বিনিয়োগ কৌশল। শারীরিক সোনা হোক কিংবা ডিজিটাল, স্বর্ণে বিনিয়োগ মানেই শুভ। এ দেশের বিশ্বাস এমনটাই।
advertisement
2/11
সোনা সবচেয়ে মূল্যবান সম্পদগুলির একটি। তাই হলুদ ধাতুতে বিনিয়োগ করলে পোর্টফোলিওতে বৈচিত্র আসে। কিন্তু এই বিনিয়োগ করতে হবে কী করে? বিশেষ করে যাঁরা প্রথমবার সোনায় টাকা খাটানোর কথা ভাবছেন, তাঁরা কী কিনবেন?
advertisement
3/11
শারীরিক সোনা, অর্থাৎ বার, গয়না তো আছেই। কিনে রেখে যখন দাম বাড়বে বিক্রি করলেই হল! তবে এক্ষেত্রে গয়নার চেয়ে বার থাকবে এগিয়ে, কেন না গয়না বিক্রি করে সব সময়ে প্রত্যাশিত লাভ হাতে আসে না। তবে হালে স্মার্ট বিনিয়োগকারীরা ডিজিটালি সোনায় বিনিয়োগ করতে চান। এতে প্রচুর সুবিধা।
advertisement
4/11
শুধু তাই নয়, সভরেইন সোনার বন্ড, গোল্ড মিউচুয়াল ফান্ড, গোল্ড ইটিএফ, ডিজিটাল গোল্ড প্ল্যানের মতো বিভিন্ন উপায়ে ডিজিটাল সোনায় বিনিয়োগ করা যায়। এখানে যাঁরা প্রথমবার সোনায় বিনিয়োগ করবেন, তাঁদের জন্য ডিজিটাল বিনিয়োগের কিছু কৌশল নিয়ে আলোচনা করা হল।
advertisement
5/11
সভরেইন গোল্ড বন্ড: সভরেইন গোল্ড বন্ড ভারত সরকারের তরফে আরবিআই জারি করে। এটা আসল সোনা কেনার মতো কিন্তু সার্টিফিকেট ফরম্যাটে। সোনায় বিনিয়োগের সবচেয়ে লাভজনক উপায় হিসাবে বিবেচিত হয়।
advertisement
6/11
দীর্ঘমেয়াদি বিনিয়োগে সভরেইন গোল্ড বন্ডের তুলনা নেই। ৫ বছর লক ইন পিরিয়ড থাকে। ম্যাচিউরিটি হতে সময় লাগে ৮ বছর। এতে কোনও জিএসটি দিতে হয় না, মেকিং চার্জের বালাই নেই। চুরি যাওয়ার ভয় নেই। বিমা খরচও দিতে হয় না।
advertisement
7/11
গোল্ড ইটিএফ: এগুলো ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এবং বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) তালিকাভুক্ত। যে কোনও কোম্পানির স্টকের মতো ট্রেড করা হয়। গোল্ড ইটিএফগুলি ৯৯.৫ শতাংশ খাঁটি সোনায় বিনিয়োগ করে।
advertisement
8/11
দীর্ঘমেয়াদি তো বটেই, স্বল্পমেয়াদি বিনিয়োগের জন্যও গোল্ড ইটিএফ আদর্শ। কোনও এন্ট্রি বা এক্সিট লোড চার্জ ছাড়াই বিনিয়োগকারীরা স্টক মার্কেটে তাঁদের ইটিএফ ইউনিট বিক্রি করতে পারেন।
advertisement
9/11
গোল্ড মিউচুয়াল ফান্ড: এই ধরনের মিউচুয়াল ফান্ডে প্রত্যক্ষ বা পরোক্ষে সোনায় বিনিয়োগ করা হয়। মূলত সোনার খনি এবং বন্টন সংস্থাগুলির শেয়ারে টাকা ঢালে মিউচুয়াল ফান্ড। বিনিয়োগকারীরা মাত্র ১০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন।
advertisement
10/11
বোঝাই যাচ্ছে, যাঁরা সোনায় অল্প বিনিয়োগ করতে চান তাঁদের জন্য গোল্ড মিউচুয়াল ফান্ড আদর্শ। শুধু তাই নয়, এসআইপি-র মাধ্যমেও বিনিয়োগের সুবিধা আছে।
advertisement
11/11
ডিজিটাল গোল্ড প্ল্যান: ডিজিটাল গোল্ড প্ল্যান হল হলুদ ধাতুতে বিনিয়োগের সুবিধাজনক এবং সাশ্রয়ী উপায়। এতে যে কোনও সময় যে কোনও জায়গায় ভগ্নাংশে খাঁটি সোনা কেনা, বিক্রি করা এবং জমা করার সুবিধা মেলে। মাত্র ১ টাকা দিয়েও ডিজিটাল গোল্ডে বিনিয়োগ শুরু করা যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Investment: সোনায় প্রথমবার টাকা খাটানোর আগে মাথায় রাখুন এই কয়েক বিষয়!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল