Hindustan Unilever: বিরাট ধাক্কা! মধ্যবিত্তের মাথায় হাত! সাবান-ডিটারজেন্টের দাম ২০% বৃদ্ধি
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
HUL|Hindustan Unilever's products price Hike|Rin Price Hike|Surf Excel Price Hike|Wheel Price Hike|Life Buoy Price Hike: নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ২০ শতাংশ বৃদ্ধি
advertisement
1/11

ক্রম বর্ধমান নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হিন্দুস্তান ইউনিলিভারের সাবান ও কাপড় কাচার সাবানের দাম বাড়ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
দেশের সব থেকে বড় এফএমসিজি সংস্থা (FMCG Company) সাবান ও কাপড় কাচার সাবানের দাম ২০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
এরফলে হাল বা হিন্দুস্তান ইউনিলিভার (HUL)-এর হুইল, রিন, সার্ফ এক্সেল, লাইফ বয়ের দাম বাড়ছে ৷ এইচইউএলের পক্ষ থেকে জানানো হয়েছে যে লাগাতার কাঁচামালের দাম বৃদ্ধির কারণেই দাম বাড়ছে এই সমস্ত জিনিসের ফলে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
এরফলে সরাসরি গ্রাহকদের উপর এবার প্রভাব পড়বে ৷ ইনপুট কস্ট বৃদ্ধির ফলে গত বছরে বেশ কয়েক দফায় জিনিসপত্রের দাম বেড়েছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
এফএমসিজি সংস্থা (FMCG Company) সার্ফ এক্সেল বারের দাম সব থেকে বেশি বাড়িয়েছে ৷ এর দাম ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আগের থেকে ২ টাকা বেড়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
এই দাম বৃদ্ধির ফলে সার্ফ এক্সেলের একটি বারের দাম ১০ টাকা থেকে বেড়ে ১২ টাকা হয়েছে ৷ হিন্দুস্তান ইউনিলিভারের ১২৫ গ্রামের বার ৭ টাকা বেড়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
পিয়ার্স সাবানের একটি বার ৭৬ টাকা থেকে বেড়ে ৮৩ টাকা হয়েছে ৷ এই রকমেই লাইফ বয়ের ১২৫ গ্রামের দাম ২৯ টাকা থেকে বেড়ে ৩১ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
এছাড়াও রিনের ৪টি বারের প্যাকের মোট ওজন ২৫০ গ্রামের দাম ৭২ টাকা থেকে বেড়ে ৭৬ টাকা হয়েছে ৷ এছাড়াও ২৫০ গ্রামের সিঙ্গে বারের দাম ১৮ টাকা থেকে বেড়ে ১৯ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
এছাড়াও আদানি ইউলমার (Adani Wilmar) জানুয়ারি ২০২২ থেকে প্যাকেট আটার দাম ৫-৮ শতাংশ ও বাসমতি চালের দাম ৮-১০ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
পার্লে প্রোডাক্টস (Parle Products) মার্চের ত্রৈমাসিক উৎপাদনে ৪-৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷ অক্টোবর-ডিসেম্বর ২০২১-এর ত্রৈমাসিক দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
ডাবর ইন্ডিয়া (Parle Products) ডিসেম্বর ২০২১ জানিয়েছে অতিরিক্ত মাত্রায় জিনিসপত্রের দামের বিষয়টি নদরে রেখেছেন ৷ এই ভাবেই যদি জিনিসপত্রের দাম বাড়তে থাকে সেক্ষেত্রে চতুর্থ ত্রৈমাসিকে জিনিসপচ্রে দাম বাড়বে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Hindustan Unilever: বিরাট ধাক্কা! মধ্যবিত্তের মাথায় হাত! সাবান-ডিটারজেন্টের দাম ২০% বৃদ্ধি