advertisement
1/9

আপনি যদি অরগানাইজড সেক্টরে কাজ করেন প্রভিডেন্ট ফান্ডের সুবিধা রয়েছে ৷ আপনার জন্য একটি দারুণ খবর অপেক্ষা করছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
PF2 কন্ট্রিবিউশনে মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ড একটি অংশ কাটে ৷ যার একটি অংশ PF আর একটি অংশ পেনশনের জন্য বরাদ্দ থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
ভাবছেন এই নিয়ম তো জানাই আছে এক্ষেত্রে আর নতুন কী ? এই প্রকল্পের নতুনত্ব এই যে, এই প্রকল্পে এবার থেকে পরিবারের সব সদস্যের অন্তভূক্তি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
EPS পেনশনের যে যে সুফল মিলতে চলেছে আপনার ও আপনার পরিবারের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
যদি কোনও EPF সদস্যের মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে মৃত্যুর পরে উক্ত ব্যক্তির স্বামী, স্ত্রী বা সন্তানেরা (২ থেকে ২৫ বছর পর্যন্ত বয়স হয়ে হবে) EPF এর সুবিধা পেয়ে থাকেন, একে পারিবারিক পেনশনও বলা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
যদি EPF সদস্য অবিবাহিত বা অবিবাহিতা হয়ে থাকেন ৷ সে ক্ষেত্রে নমিনি পেনশনের সব সুবিধাই পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
EPS এর সুবিধা পেতে হলে কমপক্ষে ১০ বছর কাজ করতে হবে ৷ এই পেনশনে কেবলমাত্র কর্মরত সংস্থার পক্ষ থেকে যোগদান করা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
PF যোগদান ১২ শতাংশ হারে ৮.৩৩ শতাংশ হারে হয়ে থাকে ৷ একই সঙ্গে সরকারেরও যোগদান থাকে ৷ যা বেসিক বেতনের ১.১৬ শতাংশের বেশি নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
কর্ম অবসরের পরে পুরো ডিসেবেল হলেও তিনি পেনশনের দাবিদার হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷