Jio: আকর্ষণীয় অফার ! সস্তায় উন্নত প্রযুক্তি সহ একগুচ্ছ সুযোগ, সীমিত সময়ের JioPhone2 বিক্রি শুরু
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
advertisement
1/4

এর আগে জিও ফোন না কিনলে হয়রান হওয়ার কোনও ব্যাপার নেই ৷ আজ দুপুর ১২টা থেকে JioPhone2 বিক্রি শুরু হয়েছে ৷ যা সরাসরি সংস্থার ওয়েবসাইটে গিয়ে কেনার সুযোগ থাকছে ৷ রিলায়েন্সের পক্ষ থেকে গতবছরই লঞ্চ করেছে ৷ গতবছর ২০১৭ সালে লঞ্চ করেছিল ৷
advertisement
2/4
এই ফোনের দাম মাত্র ২,৯৯৯ টাকা ৷ ৪৯, ৯৯ ও ১৫৩ টাকা রিচার্জের মাধ্যমে আনলিমিটেক কল ও ডেটার সুবিধা পাওয়া যাবে, ১৮ দিনের জন্য ৷
advertisement
3/4
অত্যাধুনিক JioPhone2 এ পাওয়া যাবে কিপ্যাডের সঙ্গে হাই ডিজিট্যল ডিসপ্লে ৷ সমপূর্ণ কিবোর্ডে আছে অত্যাধুনিক প্রযুক্তি ৷ এর ফলে হাই পিং অত্যন্ত সহজেই হয়ে থাকে ৷ এই ফোনে ২.৪ ইঞ্চির ডিসপ্লে সঙ্গে ৫১২ এমবির Ram থাকছে ৷ এর মধ্যে 4GB ইন্টারন্যাল স্টোরেজ পাওয়া যাবে ৷ SD কার্ডের মাধ্যমে এস্কপ্যানডেবল মেমরি ১২৮ পর্যন্ত ৷ ২ মেগাপিক্সল প্রাইমারি ক্যামেরা থাকছে ৷ উন্নতমাণের সেল্ফির জন্য থাকছে VGA ক্যামেরাও থাকছে ৷ এই ফোনে থাকছে यह फोन Wi-Fi, GPS, ব্লুটুথ ও FM থাকছে ৷
advertisement
4/4
JioPhone2 এই ফোনে ব্যাটারি 2,000mAh থাকছে ৷ KAI অপরেটিং সিস্টেম থাকছে ৷ দুর্দান্ত কিপ্যাড থাকবে ৷ ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও ডিরেকটিভ বোতাম ও থাকছে ৷ এই ফোনে WhatsApp ও Youtube থাকছে ফলে উন্নত মানের ভিডিও দেখার সুযোগ ৷ (ডিসক্লেমার : নেটওয়ার্ক ১৮ মিডিয়া মিলিটেডের অংশ বিশেষ, এর যাতীয় স্বত্ব রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধীনস্থ) ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Jio: আকর্ষণীয় অফার ! সস্তায় উন্নত প্রযুক্তি সহ একগুচ্ছ সুযোগ, সীমিত সময়ের JioPhone2 বিক্রি শুরু