দুর্দান্ত ডিজাইন, সঙ্গে আকর্ষণীয় অফার! দীপাবলি কালেকশনের এই গয়না চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য যথেষ্ট
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
তনিশকের এক্সক্লুসিভ উৎসব সম্ভার ‘একত্বম’ গ্রাহকদের উৎসবের আমেজ এনে দেবে।
advertisement
1/5

দীপাবলি-ধনতেরাসের উৎসবে সোনা বা হিরের গয়না কিনবেন না, তা কী করে হয় ৷ তার জন্য বিভিন্ন নতুন কালেকশনের পাশাপাশি আকর্ষণীয় অফার নিয়ে হাজির বিভিন্ন গয়না প্রস্তুতকারি সংস্থাগুলি ৷ এব্যাপারে পিছিয়ে নেই তনিশকও ৷
advertisement
2/5
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এখন ক্রেতারা সোনার গয়নার মজুরিতে এবং হিরের গয়নার দামে ২৫% পর্যন্ত ছাড় পেতে পারেন।
advertisement
3/5
এই অফার চালু থাকবে সীমিত সময়ের জন্য ৷ এমনটাই জানিয়েছে সংস্থা ৷ বিশদে জানতে তনিশকের অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পারেন ৷
advertisement
4/5
তনিশকের এক্সক্লুসিভ উৎসব সম্ভার ‘একত্বম’ গ্রাহকদের উৎসবের আমেজ এনে দেবে। একতার ধারণাই এই সম্ভারের অনুপ্রেরণা, এবং ভারতের শ্রেষ্ঠ শিল্পমাধ্যমগুলোর সঙ্গমস্থল এই সম্ভার। এসবের সূক্ষ্ম সংমিশ্রণে তৈরি হয়েছে এই অসামান্য সম্ভার, যা একতার সৌন্দর্যকে জীবন্ত করে তোলে। একত্বম দেশের কয়েকজন সেরা কারিগরের শিল্পকর্মের প্রতি শ্রদ্ধার্ঘ্য ৷
advertisement
5/5
তনিশকের অনন্য উৎসব সম্ভার – ‘একত্বম’। মাত্র ৪০,০০০/- টাকা থেকে শুরু এই গয়নার কালেকশন পাওয়া যাবে ভারতের সমস্ত তনিশক স্টোরে আর তনিশকের ই-কমার্স প্ল্যাটফর্মে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
দুর্দান্ত ডিজাইন, সঙ্গে আকর্ষণীয় অফার! দীপাবলি কালেকশনের এই গয়না চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য যথেষ্ট