চাকরি বদলেছেন? PF তুলবেন না! জানুন কী ভাবে ঘরে বসে সহজেই অনলাইনে প্রভিডেন্ট ফান্ড ট্রান্সফার করবেন!
- Published by:Tias Banerjee
Last Updated:
Provident Fund: আপনি যদি সদ্য চাকরি বদল করে থাকেন এবং আপনার প্রভিডেন্ট ফান্ড (PF) ট্রান্সফার করতে চান, তাহলে এখন আর দপ্তরে দৌড়াদৌড়ির দরকার নেই—এই কাজ অনলাইনেই করা যায়। এখানে জেনে নিন কী ভাবে সহজেই অনলাইনে PF ট্রান্সফার করবেন।
advertisement
1/9

আপনি যদি সদ্য চাকরি পরিবর্তন করে থাকেন এবং আপনার প্রভিডেন্ট ফান্ড (PF) ট্রান্সফার করতে চান, তাহলে এখন সেই কাজটি ঘরে বসেই অনলাইনে সেরে নেওয়া সম্ভব। আগের মতো আর দপ্তরে ঘুরে ঘুরে কাগজপত্র জমা দিতে হবে না। দেশের ইমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) এখন পুরো প্রক্রিয়াটিই অনলাইনে করে দিয়েছে, যা কর্মীদের জন্য অনেকটাই সময় বাঁচানো এবং সুবিধাজনক।
advertisement
2/9
চাকরি বদলের সময় অনেকেই PF টাকা তুলে নেওয়ার কথা ভাবেন। কিন্তু EPFO-র পরামর্শ, PF টাকা তোলার বদলে সেটি নতুন সংস্থায় ট্রান্সফার করাই বেশি উপকারী। কারণ এতে একদিকে যেমন রিটায়ারমেন্ট ফান্ড আরও বড় হয়, তেমনই PF-এর সুদের উপরে সুদের (চক্রবৃদ্ধি) সুবিধা পাওয়া যায়। পাশাপাশি আপনার পুরনো কাজের সার্ভিস হিস্ট্রিও অটুট থাকে, যা ভবিষ্যতের পেনশন পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ। PF তাড়াহুড়ো করে তুলে নিলে অনেক সময় ট্যাক্স কাটছাঁট হয়ে যায়, যা ট্রান্সফারের ক্ষেত্রে হয় না।
advertisement
3/9
EPFO-এর অনলাইন সিস্টেমে PF ট্রান্সফার করার জন্য আপনার Universal Account Number বা UAN অ্যাক্টিভ থাকতে হবে এবং সেটি আধার, মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। EPFO-র সদস্য পোর্টালে UAN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই আপনি ‘One Member-One EPF Account’ নামের একটি পরিষেবা দেখতে পাবেন।
advertisement
4/9
সেখানে ক্লিক করে আপনার ব্যক্তিগত এবং চাকরির তথ্য যাচাই করতে হবে। এরপর আপনি আপনার পুরনো বা নতুন কোনও এক নিয়োগকর্তাকে ক্লেম অ্যাটেস্টেশনের জন্য বেছে নিতে পারবেন। এরপর আপনার মোবাইলে একটি OTP যাবে, সেটি দিয়ে প্রক্রিয়াটি নিশ্চিত করলেই PF ট্রান্সফারের আবেদন সম্পূর্ণ হবে।
advertisement
5/9
চাকরি ছাড়ার পর পুরনো সংস্থা EPFO-র পোর্টালে ‘Mark Exit’ অপশনের মাধ্যমে কর্মীর প্রস্থান তারিখ আপডেট করে দেয়। সেটি না হলে PF ট্রান্সফার আটকে যেতে পারে। তাই এই বিষয়টি আগে নিশ্চিত করে নেওয়াও গুরুত্বপূর্ণ।
advertisement
6/9
অনলাইনে PF ট্রান্সফার প্রসেস হয়ে গেলে আলাদাভাবে কোনও ফর্ম জমা দিতে হয় না। তবে যদি একাধিক UAN থাকে বা আপনি এমন কোনও প্রতিষ্ঠানে কাজ করে থাকেন যা exempted category-তে পড়ে, সেক্ষেত্রে অফলাইনে ‘Form 13’ জমা দিতে হতে পারে। এই বিকল্প ব্যবস্থা থাকায় একাধিক চাকরির ইতিহাস থাকলেও আপনি সহজেই PF ট্রান্সফার করতে পারবেন।
advertisement
7/9
সবচেয়ে বড় কথা হল, PF ট্রান্সফার শুধু আপনার অর্থ সঞ্চয়ের পথ নয়—এটি আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই PF অ্যাকাউন্ট কখনও তুলে নেওয়ার আগে অবশ্যই বিবেচনা করুন ট্রান্সফার করার সুযোগ।
advertisement
8/9
EPFO সবসময় PF টাকা তোলার বদলে ট্রান্সফার করার পরামর্শ দেয়। কারণ: এতে চক্রবৃদ্ধি সুদের মাধ্যমে অর্থ বাড়ে রিটায়ারমেন্ট ফান্ড শক্তিশালী হয় সার্ভিস হিস্ট্রি অটুট থাকে, যা ভবিষ্যতের জন্য আর্থিক সুবিধা দেয় অপ্রয়োজনীয় TDS বা ট্যাক্স কাটা পড়ে না
advertisement
9/9
💻 কীভাবে PF অনলাইনে ট্রান্সফার করবেন? EPFO তাদের সদস্য পোর্টালের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল করেছে। কী কী লাগবে? ✅ আপনার UAN (Universal Account Number) অ্যাক্টিভ থাকতে হবে ✅ UAN এর সঙ্গে আধার, মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে ধাপগুলো নিচে দেওয়া হল: EPFO-এর সদস্য পোর্টালে UAN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন ‘One Member – One EPF Account’ অপশন সিলেক্ট করুন আপনার ব্যক্তিগত ও চাকরির তথ্য যাচাই করুন পুরনো বা নতুন নিয়োগকর্তা—যেকোনও একজনকে ক্লেম অ্যাটেস্টেশনের জন্য বেছে নিন নিবন্ধিত মোবাইলে আসা OTP দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করুন এই প্রক্রিয়াটি খুবই দ্রুত ও ঝামেলাবিহীন। বিশেষ দ্রষ্টব্য: আপনি পুরনো PF অ্যাকাউন্টের জন্য শুধুমাত্র একবার ট্রান্সফার রিকোয়েস্ট করতে পারবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
চাকরি বদলেছেন? PF তুলবেন না! জানুন কী ভাবে ঘরে বসে সহজেই অনলাইনে প্রভিডেন্ট ফান্ড ট্রান্সফার করবেন!